আমি কি ভূত লেখক ছিলাম
জানিনা কি যে হলো!! এতটুকু সময়ে বিবর্তনের এতো বড় পরিবর্তন!! অন্যকার কথা বলছিনা। নিজেই নিজের পরিবর্তন দেখে হতভম্ব!! একটু সময়ের ব্যাবধানে কিনা অনেক পরিবর্তন। নিজেই বিশ্বাস করতে পারছি না, নিজেকে ধিক্কার দিতে মন চায়? এই অল্প কয়েক দিনেই অনেক অনেক কিছুই হারিয়ে ফেলেছি!! জানিনা আর কতোকিছুই যে হারাতে হবে? আগের মতো আর কিবোর্ড হাতরের মন চায় না, কোন কিছুর মাঝে আগেরমতো আগ্রহ খুজে পাইনা। আশ্চর্যলাগে যখন মনে হয় এই আমিই ব্লগে কয়েকবার লগইন না করে থাকেই পারিনি, সারাদিন একটা ব্লগ পোষ্ট না দিলেই নয়। আর আজ কতোদিন হয়েগেল একটা পোষ্ট দেইনা। কারও পোষ্টে মন্তব্যতো দূরেথাক পড়ার আগ্রহই পাইনা। আমার সবচেয়ে গর্বের মাস ফেব্রুয়ারী, আগে যাকে নিয়ে অনেক মাতামাতি করেছি, আর এখন সেটানিয়ে একটা পোষ্টতো দূরের কথা কেউ এনিয়ে কথা বল্লেও প্রতিবাদ করতেই পারিনা। জানিনা কিসের ভয়ে, কি সংকোচে লিখতে পারিনা, বলতে পারিনা। ন্যায়বোধও মনেহয় লোপ পাচ্ছে। নাকি আগে"ভূত লেখক " ছিলাম???
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী ফাহিম খান ০৩/০২/২০১৬ভালো লাগলো॥