ঈদ মানে ভালোবাসা উৎসব
ঈদ মানে খুশি, ঈদ মানে মিলন
আনন্দ রাশি রাশি,
রমজান শেষে আকাশের কোণে
চাঁদের মিষ্টি হাসি।
ঈদ মানে হল হীন ভাব ঝেড়ে
সৌহার্দ্য ও সংহতি,
সিয়াম সাধনে পরিশুদ্ধির
নির্মল অনুভূতি।
ঈদ মানে হল নতুন কাপড়
রকমারি উপহার,
টুকরো টুকরো সফেদ আবেগে
উল্লাসী আবদার।
ঈদ মানে হল সবার চোখে মুখে
তৃপ্তিতে ভরা রব,
ধনী-গরিবে ভেদাভেদ ভুলে
ভালোবাসা উৎসব।
=============
আনন্দ রাশি রাশি,
রমজান শেষে আকাশের কোণে
চাঁদের মিষ্টি হাসি।
ঈদ মানে হল হীন ভাব ঝেড়ে
সৌহার্দ্য ও সংহতি,
সিয়াম সাধনে পরিশুদ্ধির
নির্মল অনুভূতি।
ঈদ মানে হল নতুন কাপড়
রকমারি উপহার,
টুকরো টুকরো সফেদ আবেগে
উল্লাসী আবদার।
ঈদ মানে হল সবার চোখে মুখে
তৃপ্তিতে ভরা রব,
ধনী-গরিবে ভেদাভেদ ভুলে
ভালোবাসা উৎসব।
=============
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/০৫/২০২২সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৫/২০২২ভাল হয়েছে।
-
Md. Rayhan Kazi ০৫/০৫/২০২২অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৫/২০২২ঈদ উৎসবের তাৎপর্য ও অনবদ্য বিশ্লেষণ
-
ফয়জুল মহী ০৪/০৫/২০২২অনবদ্য সুন্দর
ভালো লাগলো। -
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৫/২০২২'ঈদ মোবারক’
শুভেচ্ছা ও শুভ কামনা রইল অনন্ত।