শ্রমিকেরা দেশের সোনার মানুষ
শ্রমিকেরা দেশের মহাসম্পদ
শ্রমের মাঝেই কদর,
কঠোর শ্রমে অঘোর প্রেমে
স্বপ্নের কারিগর।
শ্রমিকেরা দেশের সকল ধারে
অগ্রগতির ধারক,
সর্বকালের উন্নয়ন ধারার
সত্যিকারের নায়ক ।
শ্রমিকেরা দেশের সোনার মানুষ
নয় অবহেলার পাত্র,
দেশের কল্যাণে দিয়ে যায় শ্রম
কিবা দিন কিবা রাত্র।
শ্রমেই জীবন, শ্রমেই জীবিকা
শ্রমেই জাগে চেতনা,
শ্রমের সাথেই গাঁথা আছে যত
জীবনমূখী প্রেরণা।
শ্রমজীবী মানুষের শোসনে মুক্তি
মুক্তিযুদ্ধের অঙ্গীকার,
শ্রম বৈষম্যের নিদারুণ স্বীকারে
শ্রমিকের জীবন নির্বিকার।
শ্রমিকের শ্রমে, শ্রমিকের ঘামে
অনেক এগিয়েছে দেশ,
স্বাধীন বাংলার শ্রমিকের ঘরে
আসুক স্বস্তির রেশ।
শ্রমিকের শ্রমে ভালো থাকা সবার
শ্রমিকের জয়ে জয়,
শ্রমিকের শ্রমের ন্যায্য অধিকারে
নয় কোনো সংশয়।
নিরাপদ হওয়া চাই শ্রমজীবীদের
কর্মের পরিবেশ,
সুস্থ থাকুক সব মেহনতী মানুষ
উন্নত হোক দেশ।
============
শ্রমের মাঝেই কদর,
কঠোর শ্রমে অঘোর প্রেমে
স্বপ্নের কারিগর।
শ্রমিকেরা দেশের সকল ধারে
অগ্রগতির ধারক,
সর্বকালের উন্নয়ন ধারার
সত্যিকারের নায়ক ।
শ্রমিকেরা দেশের সোনার মানুষ
নয় অবহেলার পাত্র,
দেশের কল্যাণে দিয়ে যায় শ্রম
কিবা দিন কিবা রাত্র।
শ্রমেই জীবন, শ্রমেই জীবিকা
শ্রমেই জাগে চেতনা,
শ্রমের সাথেই গাঁথা আছে যত
জীবনমূখী প্রেরণা।
শ্রমজীবী মানুষের শোসনে মুক্তি
মুক্তিযুদ্ধের অঙ্গীকার,
শ্রম বৈষম্যের নিদারুণ স্বীকারে
শ্রমিকের জীবন নির্বিকার।
শ্রমিকের শ্রমে, শ্রমিকের ঘামে
অনেক এগিয়েছে দেশ,
স্বাধীন বাংলার শ্রমিকের ঘরে
আসুক স্বস্তির রেশ।
শ্রমিকের শ্রমে ভালো থাকা সবার
শ্রমিকের জয়ে জয়,
শ্রমিকের শ্রমের ন্যায্য অধিকারে
নয় কোনো সংশয়।
নিরাপদ হওয়া চাই শ্রমজীবীদের
কর্মের পরিবেশ,
সুস্থ থাকুক সব মেহনতী মানুষ
উন্নত হোক দেশ।
============
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০২/০৫/২০২২অপরূপ
-
অভিজিৎ হালদার ০১/০৫/২০২২Sundor
-
ফয়জুল মহী ০১/০৫/২০২২মাশাআল্লাহ
চমৎকার উপস্থাপন প্রিয় কবি। -
সাইয়িদ রফিকুল হক ০১/০৫/২০২২ভাল।
-
তানভীর রহমান শুভ্র ০১/০৫/২০২২ভালো