www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃক্ষের কাছে স্মৃতি জমা আছে

ফাগুনের উষ্ণ আবেগের আকুলতা
এসে বলে গেল,
ভোরের সূর্য মধ্যদুপুরে
প্রহর গুনছে এখন।
পলাশে সাজানো কুঁজকানন
স্নিগ্ধতা সাথে,
রজনীগন্ধায় গাঁথা মালায় মিলাবে
গোলাপের মায়ায় জড়ানো মন।

বসন্তের অনিন্দ্য সুন্দরের ব্যাকুলতা
নিসংকোচে জানিয়ে গেল,
ঝরা পাতার আড়ালে
নবপল্লবের মহরা।
সতেজ সবুজ শ্যামলিমা,
আড়ম্বরে মেতেছে মহা উৎসবে
গাছে গাছে জমেছে ফুলের আসর
শিমূলের লালে রঙিন পসরা।

পাখ-পাখালী কুহু কলোরবে
গানে গানে এসে শুনাল,
বসন্ত দুপুরে, কোকিল সুমধুর স্বরে
তোমায় জানাবে মধুর আবাহন।
মৃদু বাতাসে দূরে নীল আকাশে
রোদ-মেঘে মিশে,
উৎকণ্ঠায় ভাসে,
উদাসী ব্যাকুল চঞ্চল মন।

নন্দিত ধ্যানে,সেদিন ফাগুনে
ডেকেছি তোমায়,
প্রতীক্ষায় থেকে সেই বৃক্ষতলে,
যেখানে স্মৃতি বারে বারে ফিরে
বাজিয়ে বিরহী সুরে বীণ,
হৃদয়ের ডাক তুমি শোননি সেদিন।

তবুও আবেগে, কোন অনুরাগে
যদি বোধে হয় একটু সময়
খানিকটা ফিরে তাকাবার।
খুঁজে নিও পাছে, জমা রাখা আছে
সবটুকু স্মৃতি সেই বৃক্ষের কাছে,
যেখানে কৌতুহল
নিসংকোচে হয়েছে একাকার।
===============
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast