www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা নয় উপহাস

হতভম্ব নয় কেবল
আগাগোড়া বিভৎস  কদাচার,
মিলে-অমিলে গরমিলে,
উন্মাদ দ্বন্দ্বে, আচমকা আলোড়ন
হৃদয়ের ক্যানভাসে
অকস্মাৎ উদ্ভট ভূমিকম্পন।

এ কেমন বিলাস, কোন মহরা!
চেনা ফুলে বসেছে দেখি
অচেনা ভ্রমরা,
কুৎসিত তট, নশ্বর পট,
একী অদ্ভূত নিলাজ ভূষণ,
বড় বিস্ময়! না সত্যি নয়!
হয়তো ঘুমের ঘোরে
কোন অচেতন স্বপন।

সংশয় দেখে তারে,কেলাহল ছেড়ে
সবার আড়ালে নিরালায়,
সুরার সুবাসে উষ্ণতার আশে
বুকের আড়ালে বুক
বিভোরে লুকায়।

উন্মাদনায় মাতাল, উথাল পাতাল
একী প্রেম, নাকী মোহ
বিকৃত  অভিসার।
উদ্ভট নেশায়,শিরায় শিরায়
উষ্ণতার তুমুল তুফান,
হৃদয়ের সরোবরে উল্লাসে মহাসুখে
সুরে সুরে উঠে মাংসল প্রেমের
লালায়িত টান।

জগদীশ তুই কিছু বুঝেছিস,
নিয়তিই সব, এই ভেবে নিস,
না বাড়ায়ে শুধু দীর্ঘশ্বাস!
ক্ষীন এ জীবনে, মিছি টানাপোড়নে,
না হয় হবে শুধু অশান্তির চাষ।
এদের রয়েছে সরব প্রেমশক্তি,
স্বস্তির সরস আভাস।
এদের একেতে  নিত্য,অপরের বাস
এ যে এক ভালোবাসা, নয় উপহাস।
===================
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast