রুদ্র গ্রীষ্মে রুদ্র সূর্য্য
চৈত্র শেষে কঠোরতা মিশে
বেজে উঠে কঠিন রাগিণী,
বাতাসে বাতাসে রুদ্র গ্রীষ্মের
গম্ভীর পদধ্বনি শুনি।
উষ্ণ-শুষ্ক গ্রীষ্মের কোলে
প্রখর রোদের মেলা,
অস্থিরতায় বেসামাল চলে
জীবনের শান্ত ভেলা।
চারিদিকে শুধু গরম হাওয়া
নয় তো স্বস্তিকর,
অসহ যাতনায় জীবনের গতি
হয়ে উঠে ভারী দুস্কর।
দুপুরে জলন্ত রুদ্র সূর্য্যের
খরতপ্ত তেজী রূপ,
উজার করে ঢেলে দেয় তেজ
খাঁ খাঁ পৃথিবীর বুক।
তাপ দাবাদহে নদী নালা আর
খালবিল জলাধার,
শুকিয়ে পানি জেগে উঠে খরা
চৌচির চারিধার।
অশান্ত অস্থির তবুও আছে এক
প্রাণময় আকুলতা,
ক্লান্তিতে- শ্রান্তিতে উচ্ছাসে মাতে
স্তব্ধ প্রকৃতির নিঝুমতা।
=================
বেজে উঠে কঠিন রাগিণী,
বাতাসে বাতাসে রুদ্র গ্রীষ্মের
গম্ভীর পদধ্বনি শুনি।
উষ্ণ-শুষ্ক গ্রীষ্মের কোলে
প্রখর রোদের মেলা,
অস্থিরতায় বেসামাল চলে
জীবনের শান্ত ভেলা।
চারিদিকে শুধু গরম হাওয়া
নয় তো স্বস্তিকর,
অসহ যাতনায় জীবনের গতি
হয়ে উঠে ভারী দুস্কর।
দুপুরে জলন্ত রুদ্র সূর্য্যের
খরতপ্ত তেজী রূপ,
উজার করে ঢেলে দেয় তেজ
খাঁ খাঁ পৃথিবীর বুক।
তাপ দাবাদহে নদী নালা আর
খালবিল জলাধার,
শুকিয়ে পানি জেগে উঠে খরা
চৌচির চারিধার।
অশান্ত অস্থির তবুও আছে এক
প্রাণময় আকুলতা,
ক্লান্তিতে- শ্রান্তিতে উচ্ছাসে মাতে
স্তব্ধ প্রকৃতির নিঝুমতা।
=================
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৮/০৫/২০২১Bess
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০৫/২০২১প্রকৃতির সুন্দর বর্ণনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৫/২০২১মনোরম প্রকাশভঙ্গি।
-
ইউসুফ জামিল ২১/০৫/২০২১সুন্দর লেখনী
-
ফয়জুল মহী ২১/০৫/২০২১অতি সুন্দর।