অবোধ প্রানীর ধৈর্য্য জ্ঞান
কর্তাবাবু মাছ এনেছে
বিড়াল বেজায় খুশী,
আনন্দে তার ছুটাছুটি
মুখে দারুণ হাসি।
মাছ কাটতে পুকুর ঘাটে
গিন্নি মায়ের পিছু,
পাহাড়াতে থাকে সদা
আশায় খাবে কিছু।
উনুন জ্বলে রান্না ঘরে
প্রাণ উতলে পাকের ঘ্রানে,
একটু স্বাদের মাছের তরে
ধৈর্য্য ধরে প্রহর গুনে।
সবাই যখন মত্ত হয়ে
ভোজন করে খাওয়ার ঘরে,
খেতে পাবে ঠাউর করে
খুশী মনে লেজটি নাড়ে।
সাধের মাছে খাবার পেয়ে
মহানন্দে আহার করে,
স্বাদের রেশে অবশেষে
তৃপ্তিতে তার প্রাণটা ভরে।
ধৈর্য্যবলে সুফল মিলে
অবোধ প্রানী ভাল জানে,
মানব কূলে সফল পানে
ধৈর্য্য জ্ঞান নাহি মানে।
============
বিড়াল বেজায় খুশী,
আনন্দে তার ছুটাছুটি
মুখে দারুণ হাসি।
মাছ কাটতে পুকুর ঘাটে
গিন্নি মায়ের পিছু,
পাহাড়াতে থাকে সদা
আশায় খাবে কিছু।
উনুন জ্বলে রান্না ঘরে
প্রাণ উতলে পাকের ঘ্রানে,
একটু স্বাদের মাছের তরে
ধৈর্য্য ধরে প্রহর গুনে।
সবাই যখন মত্ত হয়ে
ভোজন করে খাওয়ার ঘরে,
খেতে পাবে ঠাউর করে
খুশী মনে লেজটি নাড়ে।
সাধের মাছে খাবার পেয়ে
মহানন্দে আহার করে,
স্বাদের রেশে অবশেষে
তৃপ্তিতে তার প্রাণটা ভরে।
ধৈর্য্যবলে সুফল মিলে
অবোধ প্রানী ভাল জানে,
মানব কূলে সফল পানে
ধৈর্য্য জ্ঞান নাহি মানে।
============
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৫/২০২১ধৈয্য একটি বিশাল গুণ।
-
Md. Rayhan Kazi ০৬/০৫/২০২১অসাধারণ লেখনী
-
ফয়জুল মহী ০৫/০৫/২০২১Excellent
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/০৫/২০২১চমৎকার।