আলোকিত মুখ বন্ধ
আজিকার দিনে যদি কোনজনে
জ্ঞানহীনে দেয় জ্ঞান,
বৃথা হবে তাহা চেষ্টা যত যাহা
জুটে যাবে কিছু অপমান।
যুগে যুগে কহে জ্ঞানীর জ্ঞানে
আলোক ছড়ায় ভবে,
আলোর মিছিলে আলোর প্রভা
অন্ধকারে ঢেকেছে কবে?
মূর্খতা আর নেই আজকাল
মূর্খ লোকে সদা বলে,
অজ্ঞানের কদরে জ্ঞানীরা সবে
লজ্জায় নীরবে চলে।
জ্ঞানহীন যত মূর্খ মুখোশ
মহাজ্ঞানী ভান ধরে,
আপন মর্জিতে মহাদাপটে
আলেয়ার পিছু ঘোরে।
শঠতায় হীন স্বার্থের টানে
মানুষে মানুষে দ্বন্ধ,
নিঠুর বিভৎস নষ্ট প্রয়াসে
আলোকিত মুখ বন্ধ।
অশিক্ষা আর মিথ্যায় নামে
জীবনে আঁধার কালো,
জ্ঞানীর জ্ঞানই ছড়ায় কেবল
সতত শূভ্র আলো।
==============
জ্ঞানহীনে দেয় জ্ঞান,
বৃথা হবে তাহা চেষ্টা যত যাহা
জুটে যাবে কিছু অপমান।
যুগে যুগে কহে জ্ঞানীর জ্ঞানে
আলোক ছড়ায় ভবে,
আলোর মিছিলে আলোর প্রভা
অন্ধকারে ঢেকেছে কবে?
মূর্খতা আর নেই আজকাল
মূর্খ লোকে সদা বলে,
অজ্ঞানের কদরে জ্ঞানীরা সবে
লজ্জায় নীরবে চলে।
জ্ঞানহীন যত মূর্খ মুখোশ
মহাজ্ঞানী ভান ধরে,
আপন মর্জিতে মহাদাপটে
আলেয়ার পিছু ঘোরে।
শঠতায় হীন স্বার্থের টানে
মানুষে মানুষে দ্বন্ধ,
নিঠুর বিভৎস নষ্ট প্রয়াসে
আলোকিত মুখ বন্ধ।
অশিক্ষা আর মিথ্যায় নামে
জীবনে আঁধার কালো,
জ্ঞানীর জ্ঞানই ছড়ায় কেবল
সতত শূভ্র আলো।
==============
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৫/২০২১অসাধারণ হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৫/২০২১ভালো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০৫/২০২১spellbound
-
ফয়জুল মহী ০২/০৫/২০২১মনোমুগ্ধকর লেখনী ,