সুখের বিসর্জন
এক সমুদ্র ভালোবাসাবাসি
হৃদয়ে আছে আঁকা যতনে,
অনুভূতি প্রানে জাগায় সাড়া
স্মৃতিগুলো ভাসায় নয়নে।
এক সাথে দেখা, এক সাথে থাকা
তবু যেন একা, তবু বড় একা।
জীবনের পথে জীবনের দেখা
দেখে রেখে যায়, তবু অদেখা।
তীর থেকে তরী চলে যায় দূরে
নীর থেকে পাখী উড়ে,
মন দেয়ানেয়া দেখে দেখে পথে
কষ্টশ্বাসে শুধু ঘুরে।
মন খারাপের অস্থির রাতে
নির্ঘুম নিঝুম জাগে,
দু:খের বান ছেড়ে দিয়ে মন
উজার করে শুধু কাঁদে।
একটু সুখের সরল আশায়
কত হয় আয়োজন,
সহস্র কষ্ট বুকে চেপে তবু
সুখেরই হয় বিসর্জন।
=============
হৃদয়ে আছে আঁকা যতনে,
অনুভূতি প্রানে জাগায় সাড়া
স্মৃতিগুলো ভাসায় নয়নে।
এক সাথে দেখা, এক সাথে থাকা
তবু যেন একা, তবু বড় একা।
জীবনের পথে জীবনের দেখা
দেখে রেখে যায়, তবু অদেখা।
তীর থেকে তরী চলে যায় দূরে
নীর থেকে পাখী উড়ে,
মন দেয়ানেয়া দেখে দেখে পথে
কষ্টশ্বাসে শুধু ঘুরে।
মন খারাপের অস্থির রাতে
নির্ঘুম নিঝুম জাগে,
দু:খের বান ছেড়ে দিয়ে মন
উজার করে শুধু কাঁদে।
একটু সুখের সরল আশায়
কত হয় আয়োজন,
সহস্র কষ্ট বুকে চেপে তবু
সুখেরই হয় বিসর্জন।
=============
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০২/০৬/২০২১Sundor
-
Md. Rayhan Kazi ০১/০৫/২০২১দারুন
-
ফয়জুল মহী ৩০/০৪/২০২১অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৪/২০২১বেশ!
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৪/২০২১চমৎকাল লাগলো কবিতাটি। ধন্যবাদ।