সীমিত ভাবের অসীম মহিমা
সীমিত জীবনে সীমিত বিধান,
চায় না কেউ কভূ মানতে,
অসীমের মাঝে সীমার কদও
পারেনা তাই কিছু জানতে।
পৃথিবী জুড়ে মানবের তরে,
স্রষ্টার কত আয়োজন,
ছড়াছড়ি সব আছে চারিদিক,
সীমিতই তার প্রয়োজন।
শঠতায় মজে বিত্তের পানে,
লালসার পথ করে রচনা,
সখ্যতার সীমা না পারি দিয়ে
জাগাও নীতির চেতনা।
নিজের স্বর্গ না রচিলে নিজে,
নরকে হবে নিজ ঠাঁই,
অশুভ পথের যন্ত্রণার কাঁটা
কৌশলে তোলা চাই।
মুক্ত ধরার সকলের জেনো,
রয়েছে বাঁচার অধিকার
নিজ আদালতে নিজেই করি
মুক্ত ধারায় সুবিচার।
মানুষের কাছে মানুষতো নয়
কোন চিত্রকরের ছবি,
সীমিত জীবনে একটি মানুষ
একটি আলোর পৃথিবী।
সীমিত ভাবের অসীম মহিমা
নয় কারো আর অজানা
উল্টো ধারায় কেন তবে হায়,
হারায় সুখের ঠিকানা ?
==============
চায় না কেউ কভূ মানতে,
অসীমের মাঝে সীমার কদও
পারেনা তাই কিছু জানতে।
পৃথিবী জুড়ে মানবের তরে,
স্রষ্টার কত আয়োজন,
ছড়াছড়ি সব আছে চারিদিক,
সীমিতই তার প্রয়োজন।
শঠতায় মজে বিত্তের পানে,
লালসার পথ করে রচনা,
সখ্যতার সীমা না পারি দিয়ে
জাগাও নীতির চেতনা।
নিজের স্বর্গ না রচিলে নিজে,
নরকে হবে নিজ ঠাঁই,
অশুভ পথের যন্ত্রণার কাঁটা
কৌশলে তোলা চাই।
মুক্ত ধরার সকলের জেনো,
রয়েছে বাঁচার অধিকার
নিজ আদালতে নিজেই করি
মুক্ত ধারায় সুবিচার।
মানুষের কাছে মানুষতো নয়
কোন চিত্রকরের ছবি,
সীমিত জীবনে একটি মানুষ
একটি আলোর পৃথিবী।
সীমিত ভাবের অসীম মহিমা
নয় কারো আর অজানা
উল্টো ধারায় কেন তবে হায়,
হারায় সুখের ঠিকানা ?
==============
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/০৪/২০২১সুন্দর লিখেছেন ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৪/২০২১সুন্দর ও মনোমুগ্ধকর কবিতা। ধন্যবাদ।