উল্টোপথে
কথায় বলে যোগ্য কদর
যোগ্য লোকে পায়,
ঠাহর করে দেখি তাহা
অযোগ্যদের ছায়ায়।
সততাতে শ্রদ্ধা সবার
মহৎ গুণ জানি,
অসত লোকের মহা দাপট
সৎ এর মানহানি।
সর্বকালে সমতার জ্ঞান
কথায় সবে বলে,
অসমতার বিরাট ফারাক
হীনস্বার্থে চলে।
মুখে মুখে মানবতার
কত বুলি উড়ে,
মানব হিতে সরল ডাকে
থাকে দূরে দূরে।
সেবাকর্ম স্বর্গের চাবি
নহে সহজ কথা,
যশের ঘোরে প্রচার ঘিরে
বাড়ায় জটিলতা।
এমন করে উল্টোপথে
যদি জীবন চলে,
গরমিলে শান্তিটুকু
যাবে রসাতলে।
=========
যোগ্য লোকে পায়,
ঠাহর করে দেখি তাহা
অযোগ্যদের ছায়ায়।
সততাতে শ্রদ্ধা সবার
মহৎ গুণ জানি,
অসত লোকের মহা দাপট
সৎ এর মানহানি।
সর্বকালে সমতার জ্ঞান
কথায় সবে বলে,
অসমতার বিরাট ফারাক
হীনস্বার্থে চলে।
মুখে মুখে মানবতার
কত বুলি উড়ে,
মানব হিতে সরল ডাকে
থাকে দূরে দূরে।
সেবাকর্ম স্বর্গের চাবি
নহে সহজ কথা,
যশের ঘোরে প্রচার ঘিরে
বাড়ায় জটিলতা।
এমন করে উল্টোপথে
যদি জীবন চলে,
গরমিলে শান্তিটুকু
যাবে রসাতলে।
=========
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৯/২০২০বাস্তবসম্মত।
-
ফয়জুল মহী ১৩/০৯/২০২০অনন্য কথার চয়ন।