মুখ ও মুখোশ
লোভ লালসার বাসা মনে
সততার দেয় বোল,
শয়তানী আর ব্যাভিচারে
বাঁধায় গন্ডগোল।
মুখে তারা হরেক ঢং এ
নীতিকথা বলে,
হীনস্বার্থ চরিতার্থে
উল্টোপথে চলে।
শিক্ষা আর চিত্তে-বিত্তে
সেরার সেরা যারা,
নিয়মভঙ্গে তাদের সংঘে
থাকে সংজ্ঞাহারা।
সমাজপতি রূপে আছে
পূজিত হবার নেশা,
অন্যায়ে চোখ বন্ধ রেখে
রাখে মেলামেশা।
হিতাহিতে জ্ঞান তাদের
গেছে বিবেক ছাড়ি,
সুযোগ বুঝে অসহায়ের
মাথায় ভাঙ্গে হাঁড়ি।
জীবনযাত্রা জীর্ণ -শীর্ণ
সমাজ হারায় হাল,
মুখ ও মুখোশ মিলেমিশে
বড়ই বেসামাল।
==========
সততার দেয় বোল,
শয়তানী আর ব্যাভিচারে
বাঁধায় গন্ডগোল।
মুখে তারা হরেক ঢং এ
নীতিকথা বলে,
হীনস্বার্থ চরিতার্থে
উল্টোপথে চলে।
শিক্ষা আর চিত্তে-বিত্তে
সেরার সেরা যারা,
নিয়মভঙ্গে তাদের সংঘে
থাকে সংজ্ঞাহারা।
সমাজপতি রূপে আছে
পূজিত হবার নেশা,
অন্যায়ে চোখ বন্ধ রেখে
রাখে মেলামেশা।
হিতাহিতে জ্ঞান তাদের
গেছে বিবেক ছাড়ি,
সুযোগ বুঝে অসহায়ের
মাথায় ভাঙ্গে হাঁড়ি।
জীবনযাত্রা জীর্ণ -শীর্ণ
সমাজ হারায় হাল,
মুখ ও মুখোশ মিলেমিশে
বড়ই বেসামাল।
==========
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপজয় গাঙ্গুলী ১৪/০৯/২০২০সুন্দর।
-
Md. Jahangir Hossain ১৩/০৯/২০২০সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৯/২০২০মুখ ও মুখোসের আড়ালেই চলছে দেশ। সুন্দরতর লেখনী।
-
ফয়জুল মহী ১২/০৯/২০২০অক্ষর বর্ণ ও শব্দ সবই কমনীয় ।
-
আলম সারওয়ার ১২/০৯/২০২০অসাধারণ লিখনি