পশু নয় পশুত্বের হবে বিসর্জন
দূর আকাশে উঠেছে দেখ ঐ
মহাান ঈদের চাঁদ,
সকলে মিলে হেসে কোলাহলে,
নেব আনন্দের স্বাদ।
কতদিন হলো হয়না যাওয়া
কোন আত্মীয়ের বাড়ী,
আসেনা কেউ বাড়ীতে এখন
মনটা বেজায় ভারী।
মনের ভিতরে উঁকিঝুঁকি মারে
লুকানো রঙিন ভাবনা,
স্বপ্নের রঙে আঁকব এবার
ঈদের আনন্দ আলপনা।
দিকে দিকে ভীষন ভয়ের আতংক
করোনা জীবনগ্রাসী,
ছিনিয়ে নিয়েছে সব সুখ অনুভূতি
নীরব সর্বনাশী।
বাঁচার তাগিদে ভয়ে ভয়ে মানুষ
দূরে দূরে বন্ধু স্বজন,
অপারগতায় অসহায় রহে
সামাজিক মমতার বন্ধন।
চারিধারে যবে হাহাকার রব
নিঠুর নির্দয় রোদন,
পবিত্র ভূবনে স্নিগ্ধতা সাথে
ঈদ-উল-আজহার আগমন।
নুতন কাপড়ে সাজবো সকলে
দাঁড়াব নামাজে ঈদগাহে,
মহাধুমধামে হবে পশু কোরবানী
ধর্মীয় রীতির প্রবাহে।
পশু নয় ওহে, ত্যাগের মহিমায়
পশুত্বের হবে বিসর্জন,
সত্য, সুন্দর পূণ্য বাসনায়
ধন্য এ মানব জীবন।
নির্মমতায় ক্রোধ-হানাহানি
কুবাসনার অশুভ ইচ্ছা,
কু-রিপু সকলি নির্মূলে তাড়াতে
কোরবানির মহান শিক্ষা।
করোনার কালে কোরবানীর দিনে
করি কায়মনে মুনাজাত,
পশু ভাব ছেড়ে মানবের হিতে
বাড়াতে মানবিক হাত।
=============
মহাান ঈদের চাঁদ,
সকলে মিলে হেসে কোলাহলে,
নেব আনন্দের স্বাদ।
কতদিন হলো হয়না যাওয়া
কোন আত্মীয়ের বাড়ী,
আসেনা কেউ বাড়ীতে এখন
মনটা বেজায় ভারী।
মনের ভিতরে উঁকিঝুঁকি মারে
লুকানো রঙিন ভাবনা,
স্বপ্নের রঙে আঁকব এবার
ঈদের আনন্দ আলপনা।
দিকে দিকে ভীষন ভয়ের আতংক
করোনা জীবনগ্রাসী,
ছিনিয়ে নিয়েছে সব সুখ অনুভূতি
নীরব সর্বনাশী।
বাঁচার তাগিদে ভয়ে ভয়ে মানুষ
দূরে দূরে বন্ধু স্বজন,
অপারগতায় অসহায় রহে
সামাজিক মমতার বন্ধন।
চারিধারে যবে হাহাকার রব
নিঠুর নির্দয় রোদন,
পবিত্র ভূবনে স্নিগ্ধতা সাথে
ঈদ-উল-আজহার আগমন।
নুতন কাপড়ে সাজবো সকলে
দাঁড়াব নামাজে ঈদগাহে,
মহাধুমধামে হবে পশু কোরবানী
ধর্মীয় রীতির প্রবাহে।
পশু নয় ওহে, ত্যাগের মহিমায়
পশুত্বের হবে বিসর্জন,
সত্য, সুন্দর পূণ্য বাসনায়
ধন্য এ মানব জীবন।
নির্মমতায় ক্রোধ-হানাহানি
কুবাসনার অশুভ ইচ্ছা,
কু-রিপু সকলি নির্মূলে তাড়াতে
কোরবানির মহান শিক্ষা।
করোনার কালে কোরবানীর দিনে
করি কায়মনে মুনাজাত,
পশু ভাব ছেড়ে মানবের হিতে
বাড়াতে মানবিক হাত।
=============
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০১/০৮/২০২০শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন। ঈদ মোবারক জানাচ্ছি।
-
হিমু ৩১/০৭/২০২০ঈদ মোবারক কবি
-
ফয়জুল মহী ৩১/০৭/২০২০অসামান্য ও অতুলীয় ভাবনা
-
আব্দুর রহমান আনসারী ৩১/০৭/২০২০ঈদ শুভেচ্ছা