www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যৌবন

মানব জীবনে এক অমূল্য সময়
এই কৈশোর, যৌবন;
চিত্তমাঝে নব স্বপ্ন আশার, উদয়
মুগ্ধ-চঞ্চল, মনন ।
পুরনো কিছুই লাগেনা তখন ভালো
নতুনত্বের তালাশে,
জরাজীর্ণ হৃদয়ের সব দৈন্য, কালো
মুছে আনন্দে উল্লাসে ।
সম্মুখের ভয়-ভীতি, যতো বাধা-বিঘ্ন
আছে যতো ভুল পথ;
মনের দাপটে করে ফেলে সব নগ্ন
সত্যকে রাখে অক্ষত ।
মানেনা শাসন কোন, মানেনা বারণ
ছুটে চলে অজানায়;
মৃত্যু মুখোমুখি, তবু উজানে গমন
আলোকের অপেক্ষায় ।
জীবন পাথারে নিঃস্ব, অসহায় যারা
আশাহত, মৃতপ্রায়;
পায়না কোন সান্ত্বনা, প্রবঞ্চনা ছাড়া
তাদের পথ দেখায় ।
যৌবনের শোভা, তরীখানি বেয়ে বেয়ে
এগিয়ে চলে নবীন,
জীবনটা তার কাটে আশা, স্বপ্ন নিয়ে
সত্যপথে চিরদিন ।

৪ ফাল্গুন ১৪১৩ বঙ্গাব্দ
৮/০৩/২০০৭ খ্রিস্টাব্দ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast