কাব্যপ্রেম
কেমন করে কও গো কথা
এতো মধুর সুরে ;
কথায় যেন মুক্তো ঝরে
কেমনে রই দূরে।
তোমার প্রেমে কবি না হই
তবু কাব্য লিখি ;
ছন্দকলা বুঝি না তাই
উদাস হয়ে শিখি।
অক্ষর ,মাত্রা,পর্ব কি ছাই ?
ভীষণ ভাবনায় পড়ি!
তোমার কথা ভেবে তবু
নতুন কাব্য গড়ি।
সবাই কেন হেসে বলে
দারুন লিখেন কবি;
তাই না শুনে চর্চা করি
আঁকি মনে ছবি।
এতো মধুর সুরে ;
কথায় যেন মুক্তো ঝরে
কেমনে রই দূরে।
তোমার প্রেমে কবি না হই
তবু কাব্য লিখি ;
ছন্দকলা বুঝি না তাই
উদাস হয়ে শিখি।
অক্ষর ,মাত্রা,পর্ব কি ছাই ?
ভীষণ ভাবনায় পড়ি!
তোমার কথা ভেবে তবু
নতুন কাব্য গড়ি।
সবাই কেন হেসে বলে
দারুন লিখেন কবি;
তাই না শুনে চর্চা করি
আঁকি মনে ছবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল খায়ের ২৬/১০/২০১৭nice
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৮/১০/২০১৭বাহ কী মনোহরী ভাবনা ।
এভাবে জাগুক কাব্য চেতনা ।
প্রীতি নিবেন । শুভেচ্ছা । -
আজাদ আলী ১৭/১০/২০১৭Bah khub Sundar. Suveccha nirantar priy kobi.