www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিশপিশে মন

ফিরে যাও সেই চেনা গলিতে লালিত শোকে
যে মর্ত্যে বিত্ত বাসর সাজালে নিঁপুণ হাতে
অমাবস্যায় না হয় তলিয়ে যাবো; কি হবে?
জীবন তরী থেমে থাকে;সময়ের পরতে?


স্বপ্ন বুননে আজ বড়ই ক্লান্ত শ্রান্ত যে মন
হৃদয় পুড়ে যে খাক!তবুও পিছুটান,হায়!প্রেম
সেই সোনালী সময় বুঝি নিয়েছে আড়ি;
মননে আজ শুধুই হতাশা চেতনে এলেম।


নৃমণি তুমি মনের ঘরে বিরাজমান প্রিয়
নিশপিশে মনের হাজারো বায়না;জানো তুমি!
পরাণ বাঁচেনা পরাণের তরে বন্ধু বিনে।
কোথা চলছো সখি! ফিরে দেখ একা আমি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Tanju H ০২/১০/২০১৭
    সুন্দর কবিতা।।
  • ভালো।
  • Good Poem Good Job
  • আজাদ আলী ০২/১০/২০১৭
    Khub valo.
  • সমির প্রামাণিক ০২/১০/২০১৭
    বন্ধুত্বের- সুন্দর আহ্বান। সুন্দর প্রকাশ। কবিকে শুভেচ্ছা।
 
Quantcast