কাকাতোয়া
আর ডাকিস না কাকাতোয়া
ধরি তোরই পায়
মনের দুখে ভাসছি ওরে
দাগ লেগেছে গায়।
বন্ধু আমার বড়ই নিঠুর
কথা শুনে না ;
বারেবারে দেয় যে ব্যথা
মনটা বুঝে না।
গাল ফুলিয়ে থাকে সে যে
বলবো কিরে আর !
হাতে-পায়ে ধরি তবু
মুখটি করে ভার।
কত তারে বাসিভালো
বুঝাবো কি করে !
তার বিরহে অন্তর আমার
কেঁদে কেঁদে মরে।
ধরি তোরই পায়
মনের দুখে ভাসছি ওরে
দাগ লেগেছে গায়।
বন্ধু আমার বড়ই নিঠুর
কথা শুনে না ;
বারেবারে দেয় যে ব্যথা
মনটা বুঝে না।
গাল ফুলিয়ে থাকে সে যে
বলবো কিরে আর !
হাতে-পায়ে ধরি তবু
মুখটি করে ভার।
কত তারে বাসিভালো
বুঝাবো কি করে !
তার বিরহে অন্তর আমার
কেঁদে কেঁদে মরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৯/২০১৭ভালো।
-
জাকির হোসাইন ২৭/০৯/২০১৭অনেক সুন্দর হয়েছে
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৭/০৯/২০১৭বিরহের বেদনায় অশ্রুজলে ভাসে দুনয়ন । আহারে ! ভালোবাসা কেন এমন করিস ? শুভ্র ভালোবাসা আসুক মনের অলিন্দ্যে । এই কামনা রলো ।
-
আজাদ আলী ২৭/০৯/২০১৭সুন্দর বিরহ ও প্রেম মাখানো অনুরাগের প্রকাশ। খুব ভালো লেগেছে।
ধন্যবাদ। আন্তরিক শুভেচ্ছা ভালো থাকবেন। -
কামরুজ্জামান সাদ ২৭/০৯/২০১৭কবি এতো বিরহের কবিতা কেনো?
-
abul khair ২৭/০৯/২০১৭ভালো
-
মুক্তপুরুষ ২৭/০৯/২০১৭দারুণ