www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাড়ি ভিটা

সুখের পিছে ছুটছি ওরে
দেখছি রে স্বপন ;
দিনের পরে দিন যে গেল
পেলাম না আপন।


ঘর বানালাম থাকবো বলে
সবিই হবে পর।
ছেড়ে যাবো বাড়ি ভিটা
হবো রে অপর।


বুকে ধরে রাখছি যারে
এই পৃথিবীতে ;
যাবার বেলা কেউ যাবে না
আমার ঘরেতে।


সোনার খাটে ঘুমাইছি রে
কত যতনে ;
ভাবছি যে ধন্য এই জীবন
ধনে-রতনে।


আগে যদি জানতাম আমি
সবি রে মিছে ;
তবে কি আর ছুটতাম রে
শয়তানের পিছে ।


শুনো শুনো ভাই -বোনেরা
শুনো দিয়া মন;
সময় নষ্ট করিও না
নেই যে বেশিক্ষণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবুল খায়ের ২৬/০৯/২০১৭
    দারুন কবিতা
    ভালো লেগেছে
  • আব্দুল হক ২৫/০৯/২০১৭
    বেশ ভালো লিখা!!
  • বেশ!
  • মুক্তপুরুষ ২৪/০৯/২০১৭
    সুন্দর👌
  • সমির প্রামাণিক ২৪/০৯/২০১৭
    এটাই হয় কবি। সময়ে বোধটা আসে না আর যখন আসে তখন সময়টাই পার হয়ে যায়। সুন্দর জীবন দর্শন। শুভেচ্ছা কবিকে।
    • রুনা লায়লা ২৭/০৯/২০১৭
      সুন্দর মন্তব্যে আপ্লুত হরাম প্রিয়।
      আন্তরিক ধন্যবাদ ।ভালো থাকবেন সবসময়।
  • কবিতায় একটা মরমি ভাব এসেছে।বিষয়টা ইতিবাচক।
  • আজাদ আলী ২৪/০৯/২০১৭
    Very nice, touch it my heart, Allah bless you. Thanks.
 
Quantcast