মিতা
সহপাঠী কত জনই
বন্ধু সবাই নয় ;
নামে একই আছে কত
মিতা তারে কয়।
বন্ধু হতে লাগে নাকি ?
এসব পরিচয়?
স্বার্থপরে কত করে
বন্ধুর অভিনয়।
স্বামী-স্ত্রী বড়ই আপন
তবুও বন্ধু হয়?
ভাই-বোনে মধুর বন্ধন
তবু দূরে রয়।
মা-বাবা অতি আপন
সর্বজনে কয় ;
সন্তানেরই হাতে তবু
তারাই খুন হয়।
সুখে-দুখে পাশে থাকে
বন্ধু সে-ই হয় ;
বন্ধুরাই যে করতে পারে
বিশ্বটাকে জয়।
বন্ধু সবাই নয় ;
নামে একই আছে কত
মিতা তারে কয়।
বন্ধু হতে লাগে নাকি ?
এসব পরিচয়?
স্বার্থপরে কত করে
বন্ধুর অভিনয়।
স্বামী-স্ত্রী বড়ই আপন
তবুও বন্ধু হয়?
ভাই-বোনে মধুর বন্ধন
তবু দূরে রয়।
মা-বাবা অতি আপন
সর্বজনে কয় ;
সন্তানেরই হাতে তবু
তারাই খুন হয়।
সুখে-দুখে পাশে থাকে
বন্ধু সে-ই হয় ;
বন্ধুরাই যে করতে পারে
বিশ্বটাকে জয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২১/০৯/২০১৭খুব অল্প কথায় বলি 'অনবদ্য'
-
সমির প্রামাণিক ২১/০৯/২০১৭পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক হল বন্ধুত্ব। বন্ধুত্ব যদি না থাকে তাহলে কোন সম্পর্কই বেশিদিন টিকতে পারে না। কবির সঙ্গে সহমত পোষণ করি তাই। শুভকামনা জানাই কবিকে।
-
মিজান নকীব ২০/০৯/২০১৭চমৎকার
-
মল্লিকা রায় ২০/০৯/২০১৭অতি বাস্তব,অতি সত্যি
সুন্দর লাগল,ধন্যবাদ কবি । -
সাইয়িদ রফিকুল হক ২০/০৯/২০১৭সুন্দর বাণী।
-
Azad Ali ২০/০৯/২০১৭VERY NICE.........