আয় ছুটে আয়
আয় ছুটে আয়
খোকন সোনা
ডাকে তোর মায়।
চাঁদের রুটি
খাবি নাকি ?
বেলা বয়ে যায় ।
রাজার গল্প
শুনাবো রে
লক্ষ্মী সোনা আয় ।
পরীর সাথে
বিয়ে দেবো
ঢাক ঢোল বাজায়।
খেলা ধূলা
ফেলে রে তুই
দৌড়ে চলে আয় ।
কাঁদবি তখন
থাকবে না রে
যখন তোরই মায়।
খোকন সোনা
ডাকে তোর মায়।
চাঁদের রুটি
খাবি নাকি ?
বেলা বয়ে যায় ।
রাজার গল্প
শুনাবো রে
লক্ষ্মী সোনা আয় ।
পরীর সাথে
বিয়ে দেবো
ঢাক ঢোল বাজায়।
খেলা ধূলা
ফেলে রে তুই
দৌড়ে চলে আয় ।
কাঁদবি তখন
থাকবে না রে
যখন তোরই মায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ২৩/০৯/২০১৭Sweet Rhythm and real thinking.Thanks
-
ফয়জুল মহী ১৭/০৯/২০১৭অনুভবের অন্যান্য কাব্যিকতায় বিমোহিত হলাম
-
সাঁঝের তারা ১৬/০৯/২০১৭অনবদ্য
-
ন্যান্সি দেওয়ান ১৬/০৯/২০১৭Nice.
-
কামরুজ্জামান সাদ ১৬/০৯/২০১৭লেখাটা ভাল লেগেছে।তারপরও সমালোচনা করতে ভাল লাগে।এই ছড়াটি পড়ে ভালোই লাগছিলো তবে শেষ তিন লাইনে একটা সুর কেটে গেলো।বিষণ্ণতা ছেয়ে গেলো।শেষে এরকম করুন পরিণতির কথা উল্লেখ করাটা যুক্তিযুক্ত কিনা ভেবে দেখবেন।খোকন সোনাকে বিভিন্ন স্বপ্ন দেখিয়েছেন।তাকে কল্পনার রঙে রাঙিয়েছেন।খোকন সোনা নিশ্চিতভাবেই শিশু ,তারা কল্পনার সাগরে ভাসতে চাইলেও বাস্তবতা বুঝে ওঠার ক্ষমতা হয়না কিংবা এতো ছোট কাউকে কেউ বাস্তবতা শেখাতে চায়না।সেখানে আপনি কি অবলীলায় বাস্তবতা মেলে ধরলেন।যেটা খোকন সোনা চায়নি।তারপরও লেখিকা যদি চায় যে,খোকন সোনার বাস্তবতা এই বয়সে শেখাটা জরুরি তবে সে কথা ভিন্ন।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৯/২০১৭অ ন ব দ্য ছ ড়া।