ফরিয়াদ
দিনে দিনে হয়ে যাচ্ছে
কত যে কুরবান
আল্লাহ তুমি রক্ষা কর
রাখ জাতির মান।
রক্তের বন্যা বয়ে চলে
সবুজ হয় রে লাল
শান্তির নোবেল হলো হে আজ
রোহিঙ্গাদের কাল।
হারিকেনের মতো এলো
সুচি বিবির বেশ
লজ্জা শরম নেই যে তারই
চালায় তবু দেশ ।
দু,হাত তুলে জানাই খোদা
আমার ফরিয়াদ
মৃত্যুকালে তারে দিও-
কঠিন অপবাদ।
কত যে কুরবান
আল্লাহ তুমি রক্ষা কর
রাখ জাতির মান।
রক্তের বন্যা বয়ে চলে
সবুজ হয় রে লাল
শান্তির নোবেল হলো হে আজ
রোহিঙ্গাদের কাল।
হারিকেনের মতো এলো
সুচি বিবির বেশ
লজ্জা শরম নেই যে তারই
চালায় তবু দেশ ।
দু,হাত তুলে জানাই খোদা
আমার ফরিয়াদ
মৃত্যুকালে তারে দিও-
কঠিন অপবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৫/০৯/২০১৭ভালো লিখেছেন প্রিয় রুমা
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০৯/২০১৭ভালোলাগা।