ভূমিকাভিনয়
ভূমিকাভিনয়
- রুনা লায়লা (কাদম্বরী)
বেশ কিছুটা পথ সময়ের হাত ধরে চলেছি।
সোনালী স্বপ্নের ডানায় ভর করে হাঁটছিলাম;
কোথাও উঁচু -নিচু -বন্ধুর মনে হয়নি;অদ্ভূত হাস্যকর!
জীবনটা এক নাট্যমঞ্চ,শুধুই লীলা এই যা!
চমৎকার ভূমিকাভিনয় স্পষ্ট ,স্বচ্ছ জলেশ্বর।
কখনো হাস্যোজ্জল ঝলমলে রোদ;সূর্যের হাসি,
আবার কখনো ‘মোরা’- ঝড় -বৃষ্টি,ঘনকালো মেঘ।
কখনো বিরামহীন ছুটে চলা,ক্লান্তির লেশমাত্র নেই;
স্বপ্নে বিভোর সুখের ছোঁয়া নিটোল প্রেম...
সুখের দোলায় হৃদয় নাচ ময়ূরী হয়ে উঠেছে।
কি বোকা মন?বানের জোয়ার স্থির নয় ,তাও বুঝে না।
এক পেয়ালা তারার পিছে ছুটা মোটেই কাম্য নয়;
যেখানে আকাশ ভরা তারা,একি আকাশ মাথার উপর!
সোনালী ধানের ক্ষেতে ;পরগাছার জন্ম।
যাদের উপড়ে ফেলা হয় সময়ের ব্যবধানে;
স্বীকৃতির সামাজিকতার চাদরে মোড়া সম্পর্ক!
বোকামি ছাড়া কিছু নয়; ভিত্তিহীন মিথ্যে মোহ!
তবুও হৃদয় ক্ষত-বিক্ষত হতে ভুল করেনি একচুল।
হায়!ডানা ভাঙা পাখি ব্যর্থ তোমার উড়ার স্বপ্ন!
দারুণ ভূমিকাভিনয়ের পালা শেষ হবার উপক্রম;
চিরসত্য বিমল প্রেমের আত্মচিৎকারে
চারদিকের আকাশ বাতাস হুঁ হুঁ করে কেঁদে উঠছে।
আজ বড়ই একা নির্জন মরুপথে ক্লান্তি নিয়ে চলা..
- রুনা লায়লা (কাদম্বরী)
বেশ কিছুটা পথ সময়ের হাত ধরে চলেছি।
সোনালী স্বপ্নের ডানায় ভর করে হাঁটছিলাম;
কোথাও উঁচু -নিচু -বন্ধুর মনে হয়নি;অদ্ভূত হাস্যকর!
জীবনটা এক নাট্যমঞ্চ,শুধুই লীলা এই যা!
চমৎকার ভূমিকাভিনয় স্পষ্ট ,স্বচ্ছ জলেশ্বর।
কখনো হাস্যোজ্জল ঝলমলে রোদ;সূর্যের হাসি,
আবার কখনো ‘মোরা’- ঝড় -বৃষ্টি,ঘনকালো মেঘ।
কখনো বিরামহীন ছুটে চলা,ক্লান্তির লেশমাত্র নেই;
স্বপ্নে বিভোর সুখের ছোঁয়া নিটোল প্রেম...
সুখের দোলায় হৃদয় নাচ ময়ূরী হয়ে উঠেছে।
কি বোকা মন?বানের জোয়ার স্থির নয় ,তাও বুঝে না।
এক পেয়ালা তারার পিছে ছুটা মোটেই কাম্য নয়;
যেখানে আকাশ ভরা তারা,একি আকাশ মাথার উপর!
সোনালী ধানের ক্ষেতে ;পরগাছার জন্ম।
যাদের উপড়ে ফেলা হয় সময়ের ব্যবধানে;
স্বীকৃতির সামাজিকতার চাদরে মোড়া সম্পর্ক!
বোকামি ছাড়া কিছু নয়; ভিত্তিহীন মিথ্যে মোহ!
তবুও হৃদয় ক্ষত-বিক্ষত হতে ভুল করেনি একচুল।
হায়!ডানা ভাঙা পাখি ব্যর্থ তোমার উড়ার স্বপ্ন!
দারুণ ভূমিকাভিনয়ের পালা শেষ হবার উপক্রম;
চিরসত্য বিমল প্রেমের আত্মচিৎকারে
চারদিকের আকাশ বাতাস হুঁ হুঁ করে কেঁদে উঠছে।
আজ বড়ই একা নির্জন মরুপথে ক্লান্তি নিয়ে চলা..
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৯/১২/২০১৭ভাল লাগলো খুব, খুব...।
-
কামরুজ্জামান সাদ ১৪/০৯/২০১৭কাদম্বরীর কবিতা ভাল লাগলো।কবিতার ভাষা যেনো কিন্নর গান।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৯/২০১৭ভালো লাগলো।
ব্লগে স্বাগতম ও শুভেচ্ছা। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৯/২০১৭বেশ ভালো।