www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘাতক রানি

কত জনে কত কথা
তোরে নিয়ে কয় ?
তবুও নাই তোরই মনে
একটুখানি ভয় !


কেউ বলে পাপী তোরে
কেউ বলে পাষাণী;
আর কত করবি রে খুন
হে ঘাতক রানি।


আয় দেখে যা কাঁদছে মা
সন্তানেরই তরে ;
মানুষ হত্যা দেখে তোরি
নোবেল কেঁদে মরে।


আগুন জ্বলুক সুচির বুকে
বলি উচ্চঃ স্বরে ;
রক্ত দিয়ে করছিস গোছল
টনক নাহি নড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ১৩/১০/২০১৭
    সুন্দর প্রিয় কবি
  • প্রতিবাদের আগুন ছড়ালো মনে ফুটিলো কবিতার ভাষায় ।
    তবুও সুচির হিংস্র থাবা এখনো নাহি থামায় ।

    কবিকে অশেষ ধন্যবাদ ।
  • সাঁঝের তারা ১৩/০৯/২০১৭
    অপূর্ব!!! টনক কি আর নড়ে? তাহলে মঙ্গল হত ...
    • রুনা লায়লা ১৪/০৯/২০১৭
      অশেষ ধন্যবাদ প্রিয় কবি।
      শুভেচ্ছা নিরন্তর।
      • সাঁঝের তারা ১৬/০৯/২০১৭
        অপনাকেও শুভেচ্ছা প্রিয় কবি ...
  • খুব ভালো। অনেক শুভেচ্ছা।
  • ভাল লিখেছেন বলতে হয়। ভাবের একটা আকুলতা আছে।
 
Quantcast