www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাব্য

কাব্যতে হয় লীলাখেলা
শব্দে করি যে চাষ ;
ভাবের দেশে ঘুরিফিরি
ভাবনাতে করে বাস।


কবিতারা আসে নাকো
দিনপুঞ্জিকা গুণে ;
অসময়ে ভর করে সে
কথা নাহি শুনে।


তুলে রাখি যদি তারে
অতি যতন করে ;
প্রয়োজনে খুঁজি যখন
অভিমানে মরে।


তাই তো তাকে ভালোবাসি
সোহাগ করি দিন-রাত
প্রেম-বিরহে রাখি বেঁধে
ঘুম ভাঙলেই সু-প্রভাত।


ঘুম আসে না দুটি চোখে
তারই প্রেমে পড়ে ;
বুঝি না তার মতিগতি
কখন কি যে করে!


স্বপ্নরাজ্যে পেলাম তারে
অপরাহ্নের ঘাটে ;
একা পেয়ে বসল ঘারে
পড়লাম তারই বাটে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমি-তারেক ০৯/০৯/২০১৭
    Khub sundor lekha:)
  • অ ন ব দ্য। শুভেচ্ছা।
  • সম্মানিত ব্লগার, আপনার লেখাটি ভাল লেগেছে।আশা রাখি তারুণ্যে নিয়মিত লিখবেন।
 
Quantcast