রুনা লায়লা
রুনা লায়লা-এর ব্লগ
-
কেমন করে কও গো কথা
এতো মধুর সুরে ;
কথায় যেন মুক্তো ঝরে
কেমনে রই দূরে। [বিস্তারিত] -
ফিরে যাও সেই চেনা গলিতে লালিত শোকে
যে মর্ত্যে বিত্ত বাসর সাজালে নিঁপুণ হাতে
অমাবস্যায় না হয় তলিয়ে যাবো; কি হবে?
জীবন তরী থেমে থাকে;সময়ের পরতে? [বিস্তারিত] -
সম্পর্কেরই জোয়ার-ভাঁটা
চলছে অবিরত ;
স্বার্থলোভে সবাই যেন
করছি পালন ব্রত। [বিস্তারিত] -
আর ডাকিস না কাকাতোয়া
ধরি তোরই পায়
মনের দুখে ভাসছি ওরে
দাগ লেগেছে গায়। [বিস্তারিত] -
সুখের পিছে ছুটছি ওরে
দেখছি রে স্বপন ;
দিনের পরে দিন যে গেল
পেলাম না আপন। [বিস্তারিত] -
সহপাঠী কত জনই
বন্ধু সবাই নয় ;
নামে একই আছে কত
মিতা তারে কয়। [বিস্তারিত] -
মন যায় মনের বাড়ি
সঙ্গে যায় কে?
আঁধারে আলো যে
সে-ই দিবে । [বিস্তারিত] -
আয় ছুটে আয়
খোকন সোনা
ডাকে তোর মায়।
চাঁদের রুটি [বিস্তারিত] -
দিনে দিনে হয়ে যাচ্ছে
কত যে কুরবান
আল্লাহ তুমি রক্ষা কর
রাখ জাতির মান। [বিস্তারিত] -
ভূমিকাভিনয়
- রুনা লায়লা (কাদম্বরী)
বেশ কিছুটা পথ সময়ের হাত ধরে চলেছি।
সোনালী স্বপ্নের ডানায় ভর করে হাঁটছিলাম; [বিস্তারিত] -
কত জনে কত কথা
তোরে নিয়ে কয় ?
তবুও নাই তোরই মনে
একটুখানি ভয় ! [বিস্তারিত] -
রক্তের হোলি খেলছে সুচি
মানুষ জাতির কলঙ্ক
কোন ভাবনায় বসে আছিস ?
নিয়ে লাশের পালঙ্ক । [বিস্তারিত] -
হতাম যদি প্রজাপতি
স্বপ্ন মনেতে;
তুমি-আমি উড়ে যেতাম
ফুলের দেশেতে। [বিস্তারিত] -
কাব্যতে হয় লীলাখেলা
শব্দে করি যে চাষ ;
ভাবের দেশে ঘুরিফিরি
ভাবনাতে করে বাস। [বিস্তারিত]