www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সীমাবদ্ধতা

সুশীলবাবু আজ খুব খুশী । কয়েকদিন হল সস্ত্রীক ছেলের বিশাল বাংলো বাড়ীতে বেড়াতে এসেছেন । গ্রামের high school এর headmaster হিসাবে অবসর গ্রহণ করেছেন বছর দশেক হল । ছাত্ররা তাঁকে যেমন ভয় পেতো তাঁর কড়া descipline এর জন্য, ঠিক তেমনই ভালোওবাসতো । এখনও কত কৃতী ছাত্র তাঁর বাড়িতে এসে প্রণাম করে  করে যায় ।
     আজ ছেলের promotion  উপলক্ষ্যে একটা বিশাল party  আছে বাড়িতে । সকাল থেকেই বাংলোর lawn  সাজানো হচ্ছে । একধারে তৈরী হয়েছে bar counter  । আদর্শবাদী সুশীলবাবু এসব পছন্দ না করলেও বোঝেন আজকের এই globalization এর যুগে corporate  দুনিয়ার party  তে এটা অপরিহার্জ্য । তাই দেখেও দেখেন না সুশীলবাবু । ছেলের অনুরোধে অভ্যাসের ধুতি-পাঞ্জাবি ছেরে অনভ্যাসের coat-pant এই নিজেকে সাজিয়েছেন । বউমাকে make-over  করাতে আসা make-over specialist  তাঁর স্ত্রীকেও make-over  করিয়ে দিয়ে গেছে , এতদিনের পুরনো স্ত্রীকে তাই কেমন যেন অচেনা লাগছে ! Party  বেশ জমে উঠেছে, লাল-নীল আলোয় আর music এর সুরের আবেশে চারিদিক বেশ সুন্দর লাগছিল ! বউমাকে বুঝিয়ে সুজিয়ে তার permission  নিয়ে আদরের নাতিকে নিয়ে একটা ধারের table এ বসে chicken lollipop  আর soft drinks  খাচ্ছিলেন । হঠাৎই চোখে পড়লো  dance corner এ একজন অচেনা মানুষ বউমাকে প্রায় কোলে তুলে নিতে চাইছে , বউমা আপত্তি জানাচ্ছে প্রবলভাবে , কিন্তু অবাক কাণ্ড , ছেলে পাশে দাঁড়িয়ে হাসিমুখে সেই মানুষকে encourage  করছে !! নাতিও ব্যাপারটা দেখতে পেয়ে দৌড়ে গেল , “আমার mummy কে ছেড়ে দাও !” তিনিও বলে উঠলেন, “কি হচ্ছে কি ? এ কি অসভ্যতা ?” অবাক কাণ্ড !! ছেলে বাবাকে ধমকে উঠলো, “ এখানে এসেছো কেন ? Manners  জানো না ? Don’t cross your limit  !  Stay inside your limitations ! Behave yourself ! ”  
    স্তব্ধ হয়ে গেলেন সুশীলবাবু ! British  আমলে English শেখা high school এর head master  তাঁর কৃতী ছেলের বলা ইংরাজী শব্দগুলোর মানে যেন ঠিক বুঝে উঠতে পারছেন না ! চোখ বেয়ে নীরবে অশ্রু ঝরে পড়ে, মনে পড়ে ছোটবেলায় এই ছেলেরই হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, তার পায়ে ব্যাথা হলে কাঁধে বসিয়ে হেঁটেছেন কত পথ, শিখিয়েছেন A,B,C,D ,  how to make a sentence !  ইস্‌... যদি তাঁকে ইংরাজী না শেখাতেন ! তাহলে হয়ত এত লোকের সামনে অন্যায়ের প্রতিবাদ করার ‘পুরষ্কার’ স্বরূপ তার বাবাকে manners  শেখাতো না ! তার নিজস্ব মাপকাঠিতে মাপতে বসতো না বাবার limitations ! হায়, ছেলে আজ ‘কৃতী’ হয়েছে কিন্তু ‘মানুষ’ হয়নি ! তাই মানুষের সবচেয়ে বড় ঈশ্বর মা-বাবাকে অপমান করে office এর boss কে খুশী করতে চায় ! ছোট্ট নাতিটা কি বুঝলো কে জানে ! দাদুন-এর চোখের জল তার ছোট্ট দুটি হাত দিয়ে মুছিয়ে দিতে দিতে বললো , “ কেঁদো না দাদুন, daddy  তোমায় বকেছে তো ! আমি বড় হয়ে daddy  কে ঠিক বকে দেবো !”
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১১০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভীষণ ভীষণ ভীষণ ভালো লেগেছে এই গল্প। শুভেচ্ছা জানাই।
  • ভাল লাগল, তবে ইংরেজীর ব্যাবহার অনেক বেশী হয়ে গেছে।
  • ভালো লেগেছে
  • হাসান কাবীর ১১/১২/২০১৫
    মোটা দাগে আমার ভালো লেগেছে, "কেদোনা দাদুন ড্যাডি তোমায় বকেছেতো ! আমি বড় হয়ে ড্যাডিকে বকে দেবো" আরো লিখুন। শুভেচ্ছা।
  • পরিতোষ ভৌমিক ২ ১১/১২/২০১৫
    বেশ ভাল লাগল লেখা, আর বাকী বিষয়ে তো নীচে মন্তব্য রয়েছেই ।
  • বাংলা লেখায় এত ইংরেজী লিখবেন না। এতে ভাষার দুর্বলতা প্রকাশ পায়। ইংরেজী বানানেও ভুল আছে। retire (অবসর ) , discipline (শৃঙ্খলা ) । বাংলা বানানের ভুল গুলো ও শুদ্ধ করুন।
    লেখাতেও আরও পরিপক্বতা (maturity) আশা করছি।
    • আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ । তবে কিছু কিছু জায়গায় ইচ্ছা করেই ইংরাজী বাক্য ও শব্দ ব্যবহার করেছি...ইংরাজী কেতাদুরস্ত ছেলের মানসিকতা ও বাবার মানসিকতার পার্থক্য বোঝানোর জন্য ।
      • হেড মাস্টারকে প্রধান শিক্ষক তো লেখাই যেতে পারে। তেমনি অন্য কিছু শব্দ। তাছাড়া ভালো হয় ইংরেজী হরফ পরিহার করে বাংলা হরফে লেখা। ম্যানার্স , মেক ওভার ইত্যাদি। ব্রিটিশ আমলে ইংরেজী শিখলে সুশীল বাবুর আনুমানিক বয়েস কত ? সত্যজিত রায়ের ছবি সীমাবদ্ধ দেখেছেন কি ?
        একটু গুছিয়ে , বানান শুদ্ধ করে লিখুন ( ছেড়ে < ছেরে)
 
Quantcast