ডিসেম্বর
তিরিশ লক্ষ শহীদের আন্তত্যাগে
অর্জিত ১৬ই ডিসেম্বর,
সেই পরম আনন্দে আলোকিত
বাংলার ১৬ কুটি ঘর।
মুখরিত জনপদ মহা উল্ল্যাসে যেন
মাতিয়েছে এ বিজয় ধরনী,
তবে বাঙালীর মনে ধ্যানে জ্ঞানে
বাছিয়াছে বিজয় স্মরনী।
জাগো বাঙালী আবার জাগো
থাকিওনা নীরব অন্ধকারে,
যত অশুভ শক্তির কালো থাবা হইতে
বাঁচাও এই দেশটারে।
জাগিয়া উঠুক আবার মুক্তো চেতনা
মানুষের মনে প্রানে,
তবেই দেশ ভরিয়া উঠিবে মহা
বিজয় সু-ঘ্রানে।
অর্জিত ১৬ই ডিসেম্বর,
সেই পরম আনন্দে আলোকিত
বাংলার ১৬ কুটি ঘর।
মুখরিত জনপদ মহা উল্ল্যাসে যেন
মাতিয়েছে এ বিজয় ধরনী,
তবে বাঙালীর মনে ধ্যানে জ্ঞানে
বাছিয়াছে বিজয় স্মরনী।
জাগো বাঙালী আবার জাগো
থাকিওনা নীরব অন্ধকারে,
যত অশুভ শক্তির কালো থাবা হইতে
বাঁচাও এই দেশটারে।
জাগিয়া উঠুক আবার মুক্তো চেতনা
মানুষের মনে প্রানে,
তবেই দেশ ভরিয়া উঠিবে মহা
বিজয় সু-ঘ্রানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীল মেঘ ২৩/১২/২০১৮ভালো লাগলো কবি
-
মুন্সি আব্দুল কাদির ১৬/১২/২০১৮ভালই
-
ব্লগার মাহমুদুর রহমান ১৫/১২/২০১৮সুবেহ সাদিক কয় আঁধারেই আছি,দেরী নয় দেরী নয় খুব কাছাকাছি।
আলো থাকে আড়ালেই- আঁধারের ভীড়,হাতছানী দিয়ে যায়- সকালের তীর -
মুহাম্মদ রুমান ১৫/১২/২০১৮Dhonnobad
-
সাইয়িদ রফিকুল হক ১৫/১২/২০১৮ভালো।