মানব
আমরা মানব জাতি
পৃথিবীর এই রং মহলে
দু-দিনের অতিথি।
মানব জগতের মাঝে
সকলের একটাই পরিচয়,
ধর্ম-বর্ন, জাতিভেদে আজ
বিচিত্র অতিশয়।
জগতপতিরর অবারিত এই
সৃষ্টির মহিমায়,
কেউবা শ্বেত, কেউবা পিত্ব
কেউবা কৃষ্ণকায়।
তাই বলে কি ভিন্ন হয় রে
আনন্দ আর ব্যথা,
অন্য প্রানে পাবে কি খুজে
মানবের মানবতা।
এই নামেতে জগত জুড়ে
বেঁচে আছেন যারা,
সকল দেহে বইছে জাতির
একই রক্ত ধারা।
কেউবা হিন্দু, কেউবা মুসলিম
বৌদ্ধ আর খ্রিষ্টান,
ধর্ম-বর্ন পারেনি ভাঙতে
সৃষ্টির সংবিধান।
সুখে আছে সকল হৃদয়
নাচে ধরাতল,
বেদনাতে ঝরে সবার
সমান অশ্রুজল।
জগত জুড়ে মান অভিমান
হাঁশি কান্নার খেলা,
সবারই আছে ক্ষুধা তৃষ্ণা
প্রেম-বিরহ জ্বালা।
মানুষের জন্য মানুষ বাঁচে
দেশের জন্য জাতি,
হৃদয়ের জন্য ভালোবাসা
প্রেমময় বসুমতী।
মুছে ফেলো সব দ্বিধা সংঘাত
আপনার সংসারে,
আমাদের পৃথিবী আমাদের হাতে
সাজাবো নতুন করে।
পৃথিবীর এই রং মহলে
দু-দিনের অতিথি।
মানব জগতের মাঝে
সকলের একটাই পরিচয়,
ধর্ম-বর্ন, জাতিভেদে আজ
বিচিত্র অতিশয়।
জগতপতিরর অবারিত এই
সৃষ্টির মহিমায়,
কেউবা শ্বেত, কেউবা পিত্ব
কেউবা কৃষ্ণকায়।
তাই বলে কি ভিন্ন হয় রে
আনন্দ আর ব্যথা,
অন্য প্রানে পাবে কি খুজে
মানবের মানবতা।
এই নামেতে জগত জুড়ে
বেঁচে আছেন যারা,
সকল দেহে বইছে জাতির
একই রক্ত ধারা।
কেউবা হিন্দু, কেউবা মুসলিম
বৌদ্ধ আর খ্রিষ্টান,
ধর্ম-বর্ন পারেনি ভাঙতে
সৃষ্টির সংবিধান।
সুখে আছে সকল হৃদয়
নাচে ধরাতল,
বেদনাতে ঝরে সবার
সমান অশ্রুজল।
জগত জুড়ে মান অভিমান
হাঁশি কান্নার খেলা,
সবারই আছে ক্ষুধা তৃষ্ণা
প্রেম-বিরহ জ্বালা।
মানুষের জন্য মানুষ বাঁচে
দেশের জন্য জাতি,
হৃদয়ের জন্য ভালোবাসা
প্রেমময় বসুমতী।
মুছে ফেলো সব দ্বিধা সংঘাত
আপনার সংসারে,
আমাদের পৃথিবী আমাদের হাতে
সাজাবো নতুন করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সন্দীপ মন্ডল ০৮/১২/২০১৬Satti
-
আব্দুল হক ০৭/১২/২০১৬ধন্য হে মানব
-
অঙ্কুর মজুমদার ০৭/১২/২০১৬vlo.,
-
আলমগীর সরকার লিটন ০৭/১২/২০১৬অসাধারণ লাগল