নতুন বছর
মহাকালের গর্ভে আবার
নতুন বছর জন্ম নিলো
এখন যারা বেঁচে আছে
ঘর গোছানোর সময় পেলো।
অতীত সে-তো অতীত নয়
নতুন দিনের কর্ণধার
মনের সুখে উল্লাসে ফের
বিজয় আসুক বারংবার।
চন্দ্র-সূর্য বসুন্ধরা
হোক পুরনো, ভয় কী তোর
নববর্ষ আনবে ডেকে
ভালোবাসার রঙিন ভোর।
নতুন বছর জন্ম নিলো
এখন যারা বেঁচে আছে
ঘর গোছানোর সময় পেলো।
অতীত সে-তো অতীত নয়
নতুন দিনের কর্ণধার
মনের সুখে উল্লাসে ফের
বিজয় আসুক বারংবার।
চন্দ্র-সূর্য বসুন্ধরা
হোক পুরনো, ভয় কী তোর
নববর্ষ আনবে ডেকে
ভালোবাসার রঙিন ভোর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২০/০২/২০১৭সুন্দর কবিতা
-
প্রশান্ত কুমার ঘোষ ১৯/০২/২০১৭শুভেচ্ছা
-
রাবেয়া মৌসুমী ১৯/০২/২০১৭খুব সুন্দর।
-
সোহান শরীফ ১৮/০২/২০১৭চমৎকার। কিন্তু কোন বছরকে ডাকো কবি?
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০২/২০১৭বেশ ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০২/২০১৭ভালো। কিন্তু নতুন বছর তো এখনও আসেনি বন্ধু!
-
দীপঙ্কর বেরা ১৮/০২/২০১৭ভাল লাগল
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৮/০২/২০১৭চমৎকার প্রয়াস!!