কদম ফুল
আমি আবারও ফিরিয়া আসিবো
এ নিখিলে এই প্রাচ্যের ডান্ডিতে‚
হয়তো মিশিয়া যাইবো-ইট পাথরে
কালো আলকাতরা মাখা এ ভাংগা সড়কে।
এই নগরীর মাটিতে পচে গলে
আমি হইবো কদম ফুলের গাছ‚
প্রতি বছর সে গাছে ডিল ছুড়িবে
ফুল কুড়াইবে ষোড়শী কিশোরী।
উন্মাদ উল্লাসে ফেটে পরা হাশি
এই কদম ফুল আমি ভালোবাসি‚
সমাধির পাশে পুকুর যেন থাকে
হাটু পানিতে ফুল তুলিতে কিশোর কিশোরী
যেন আসে।
আমি অবাক হইয়া দেখিব তাহা
শখ টুকু পারিলে মিঠাইয়ো ওগো‚
মরিবার পরে ফুল তুলিতে এসো
ষোড়শী ন্যায় তুমি ভালোবাসো।
এ নিখিলে এই প্রাচ্যের ডান্ডিতে‚
হয়তো মিশিয়া যাইবো-ইট পাথরে
কালো আলকাতরা মাখা এ ভাংগা সড়কে।
এই নগরীর মাটিতে পচে গলে
আমি হইবো কদম ফুলের গাছ‚
প্রতি বছর সে গাছে ডিল ছুড়িবে
ফুল কুড়াইবে ষোড়শী কিশোরী।
উন্মাদ উল্লাসে ফেটে পরা হাশি
এই কদম ফুল আমি ভালোবাসি‚
সমাধির পাশে পুকুর যেন থাকে
হাটু পানিতে ফুল তুলিতে কিশোর কিশোরী
যেন আসে।
আমি অবাক হইয়া দেখিব তাহা
শখ টুকু পারিলে মিঠাইয়ো ওগো‚
মরিবার পরে ফুল তুলিতে এসো
ষোড়শী ন্যায় তুমি ভালোবাসো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ২৮/০১/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০১/২০১৭দারুন।
-
আব্দুল হক ২৮/০১/২০১৭ভালো লিখা!