কিছু স্বপ্ন
আমার একটা আকাশ ছিল
যে আকাশে শুধু তুমিই ছিলে
আর ছিল কিছু টুকরো টুকরো স্বপ্ন
যার বিচরণ ছিল শুধু তোমাকে ঘিরেই।
আমার একটা সাগর ছিল
আর ছিল একটি ভেলা
সেই ভেলায় করে তোমায় নিয়ে
দূর দিগন্তে মিশে গিয়ে
ভেসেছি কত সুখে।
আমার একটা স্বপ্ন ছিল
আর ছিল কিছু রঙ
স্বপ্নের মাঝে রঙ মাখিয়ে
তোমার পেলব হাতদুটি ধরে
ঘুরেছি কত অচিনপুরে।
আজ আমার সেই আকাশটা নেই
সাগরের সেই ভেলাটিও কোথায় যেন হারিয়ে
গেছে
তোমায় নিয়ে দেখা রঙীন সেই স্বপ্নগুলো
আজ
মুখ থুবড়ে পড়ে আছে সেই সাগরের বুকে
আর আমি বসে আছি আজও
অব্যক্ত যন্ত্রণার কিছু স্মৃতি নিয়ে।।
যে আকাশে শুধু তুমিই ছিলে
আর ছিল কিছু টুকরো টুকরো স্বপ্ন
যার বিচরণ ছিল শুধু তোমাকে ঘিরেই।
আমার একটা সাগর ছিল
আর ছিল একটি ভেলা
সেই ভেলায় করে তোমায় নিয়ে
দূর দিগন্তে মিশে গিয়ে
ভেসেছি কত সুখে।
আমার একটা স্বপ্ন ছিল
আর ছিল কিছু রঙ
স্বপ্নের মাঝে রঙ মাখিয়ে
তোমার পেলব হাতদুটি ধরে
ঘুরেছি কত অচিনপুরে।
আজ আমার সেই আকাশটা নেই
সাগরের সেই ভেলাটিও কোথায় যেন হারিয়ে
গেছে
তোমায় নিয়ে দেখা রঙীন সেই স্বপ্নগুলো
আজ
মুখ থুবড়ে পড়ে আছে সেই সাগরের বুকে
আর আমি বসে আছি আজও
অব্যক্ত যন্ত্রণার কিছু স্মৃতি নিয়ে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ ইউনুছ ২৫/০১/২০১৭অনেক অনেক শুভ কামনা রেখে গেলাম
-
সোলাইমান ২৫/০১/২০১৭অনেক ভালো লাগা রেখে গেলাম, শুভেচ্ছা জানবেন কবি
-
প্রশান্ত কুমার ঘোষ ২৫/০১/২০১৭সুন্দর শুভেচ্ছা
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০১/২০১৭দারুন!