কেন খুঁজি তাহারে
সোনালীরর ঐ দারে
আমি আসিগো ফিরে বারে বারে,
প্রিয়াকে হারানোর বেদনা বিষাদে
বুক ফেটে যায় আজ হাহাকারে।
এই অশান্ত হৃদয়ের নীরব আধারে
আমি যেন হারিয়েছি কাহারে,
সেই স্বপ্ন হারিয়ে
স্মৃথির মিনারে
আজ কেন? খুজে ফিরি তাহারে।
নিশ্চল মনোরম
স্বপ্ন বিজড়িত...
এই শান্ত সোনালীর পাশে
নিভৃতে আনমনে,
আমার মন শুধু
তোমায় খুঁজে ফিরে বারে বারে।
অদ্ভুদ অপূর্ব এক মুঠো স্বপ্ন
সেদিন তুমি,
একান্তে উপহার দিয়েছিলে মোরে,
নিস্পন্দ চেতনায়
জোনাকির মত
জ্বলে তা এক কোহেলিকার ঘোরে।
আমি আসিগো ফিরে বারে বারে,
প্রিয়াকে হারানোর বেদনা বিষাদে
বুক ফেটে যায় আজ হাহাকারে।
এই অশান্ত হৃদয়ের নীরব আধারে
আমি যেন হারিয়েছি কাহারে,
সেই স্বপ্ন হারিয়ে
স্মৃথির মিনারে
আজ কেন? খুজে ফিরি তাহারে।
নিশ্চল মনোরম
স্বপ্ন বিজড়িত...
এই শান্ত সোনালীর পাশে
নিভৃতে আনমনে,
আমার মন শুধু
তোমায় খুঁজে ফিরে বারে বারে।
অদ্ভুদ অপূর্ব এক মুঠো স্বপ্ন
সেদিন তুমি,
একান্তে উপহার দিয়েছিলে মোরে,
নিস্পন্দ চেতনায়
জোনাকির মত
জ্বলে তা এক কোহেলিকার ঘোরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ রুমান ১৩/১০/২০১৮ধন্যবাদ সবাইকে
-
সাঁঝের তারা ২৫/০৩/২০১৮খুব ভালো
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৩/২০১৮বেশ ভাল
-
কামরুজ্জামান সাদ ২৩/০৩/২০১৮সুন্দর অনুভূতি
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৩/২০১৮চিরন্তন চাওয়া।
-
রেজাউল রেজা (নীরব কবি) ২২/০৩/২০১৮Nice.!