জাগানিয়া
ও আমার বাংলা মা
তুমি আমার প্রানের প্রান ওগো,
কতযে তোমায় ভালোবাসি আমি
কি করে বলিবো মাগো।
ওমা তুমি হাসলে আমি হাসি
ওমা তুমি বাজাও প্রানে বাঁশি,
মনে কি পড়ে সেই দিনের স্মৃতিগুলো
কতযে জীবন ধুলোয় লুটিয়ে গেলো।
ও আমার বাংলা মা
ঐ যে শুনো জাগনিয়া সুর বাজে,
জাগো তুমি ওগো জাগো
দুয়ারে তোমার বীরসন্তান
দাড়ায়ে রয়েছে মাগো।
তুমি আমার প্রানের প্রান ওগো,
কতযে তোমায় ভালোবাসি আমি
কি করে বলিবো মাগো।
ওমা তুমি হাসলে আমি হাসি
ওমা তুমি বাজাও প্রানে বাঁশি,
মনে কি পড়ে সেই দিনের স্মৃতিগুলো
কতযে জীবন ধুলোয় লুটিয়ে গেলো।
ও আমার বাংলা মা
ঐ যে শুনো জাগনিয়া সুর বাজে,
জাগো তুমি ওগো জাগো
দুয়ারে তোমার বীরসন্তান
দাড়ায়ে রয়েছে মাগো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এস সজীব ১২/০২/২০১৭তেমন নয়
-
কাজী জুবেরী মোস্তাক ১১/০২/২০১৭সুন্দর
-
ফয়সাল রহমান ০৪/০২/২০১৭অনেক ভালো
-
রাবেয়া মৌসুমী ০২/০২/২০১৭সুন্দর!