ইচ্ছে করে
ইচ্ছে করে অনেক দূরে
সবুজ বনে ঘুরতে
লাল পরীদের রঙিন ডানায়
নীল আকাশে উড়তে ।
ইচ্ছে করে আকাশ জুড়ে
মেঘের ভেলায় ভাসতে
ফুল কলিদের রাঙ্গা ঠোঁটে
ফুলের মতো হাসতে ।
ইচ্ছে করে জগতের সব
অজানাকে জানতে
সাগর সেচে মুক্তো-মাণিক
মুঠোয় ভরে আনতে ।
সবুজ বনে ঘুরতে
লাল পরীদের রঙিন ডানায়
নীল আকাশে উড়তে ।
ইচ্ছে করে আকাশ জুড়ে
মেঘের ভেলায় ভাসতে
ফুল কলিদের রাঙ্গা ঠোঁটে
ফুলের মতো হাসতে ।
ইচ্ছে করে জগতের সব
অজানাকে জানতে
সাগর সেচে মুক্তো-মাণিক
মুঠোয় ভরে আনতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ রুমান ০২/১০/২০১৬ধন্যবাদ
-
মোনালিসা ২৮/০৯/২০১৬দারুন
-
মোহাম্মদ কামরুল ইসলাম ২৮/০৯/২০১৬সুন্দর কবিতা
-
হাসান কাবীর ২৮/০৯/২০১৬সুন্দর।
-
সোলাইমান ২৭/০৯/২০১৬nice poem
-
অঙ্কুর মজুমদার ২৭/০৯/২০১৬vlo..
-
ফয়জুল মহী ২৭/০৯/২০১৬অপূর্ব সুন্দর কথা মালা !