বনফুল
হে চির সুন্দর
মনোহর ফুল
তুমি কত শোভাময়
ছোট্ট বনফুল।
বৃক্ষের লতায় তুমি
রয়েছো শাখায় শাখায়
তুমি সারা পল্লবের
থাকো পাতায় পাতায়।
অলংকার হয়ে যে বা
খুসবু ছড়ায়
রঙে রঙে নিশি দিন
ভূবন মাতায়।
সে রঙে মুগ্ধ হলো
কালো রঙের ভিমরুল
তুমি কত শোভাময়
হে ছোট্ট বনফুল।
অবাক সৌন্দর্যের
এই বিশ্ব বলয় তুমি আছো
বনফুল তাই মনে হয়
তুমি আছো।
মধুরুপের ভালোবাসা মানুষের
হৃদয়ের মনিকোঠায়।
রাঙালো কখনো
কোন যুবতীর চুল
তুমি কত শোভাময়
হে ছোট্ট বনফুল।
মনোহর ফুল
তুমি কত শোভাময়
ছোট্ট বনফুল।
বৃক্ষের লতায় তুমি
রয়েছো শাখায় শাখায়
তুমি সারা পল্লবের
থাকো পাতায় পাতায়।
অলংকার হয়ে যে বা
খুসবু ছড়ায়
রঙে রঙে নিশি দিন
ভূবন মাতায়।
সে রঙে মুগ্ধ হলো
কালো রঙের ভিমরুল
তুমি কত শোভাময়
হে ছোট্ট বনফুল।
অবাক সৌন্দর্যের
এই বিশ্ব বলয় তুমি আছো
বনফুল তাই মনে হয়
তুমি আছো।
মধুরুপের ভালোবাসা মানুষের
হৃদয়ের মনিকোঠায়।
রাঙালো কখনো
কোন যুবতীর চুল
তুমি কত শোভাময়
হে ছোট্ট বনফুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এস সজীব ১২/০২/২০১৭চমৎকার
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০২/২০১৭সুন্দর!
-
প্রশান্ত কুমার ঘোষ ১০/০২/২০১৭বেশ সুন্দর
-
মোহাম্মদ সফিউল হক ১০/০২/২০১৭সুন্দর
-
মোহাম্মদ সফিউল হক ১০/০২/২০১৭অসাধারণ
-
আব্দুল হক ০৯/০২/২০১৭বেশ!
-
দীপঙ্কর বেরা ০৯/০২/২০১৭সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৯/০২/২০১৭সুন্দর!!!