www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলার রবি

লও হে প্রণাম ,হাজার সেলাম
বিশ্ব রবির স্মরণে
প্রেম পুষ্প বর্ষণ করি
গুরুদেব তব চরণে ।

মম চিত্তে সদা নিত্যে
গুঞ্জন তব গুণগানে
মনি মুক্ত ছিলো গুপ্ত
সুপ্ত হয়েছে তব দানে ।

বাংলার রবি , বিশ্বের কবি
তব জন্মে ধন্য ভূমি
মিশে প্রতি মনে , হৃদয়ের কণে
বঙ্গ মায়ের বদন চুমি ।

বাংলার মাটি গেড়েছে ঘাটি
বিশ্বনাথ এর দরবারে ।

তব পরশে বঙ্গের জ্যোতি
বিশ্ব দেখেছে বারেবারে ।

তব মহিমায় হাবুডুবু খায়
চরণে তোমার গঙ্গা ছিটায়
তব রসে ভিজে মুগ্ধ নিজে
অমৃতের তৃষ্ণা মিটায় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast