www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবার মতো

সবাই আমায় ছোট বলে
ছোট আমি কই,
আমিতো এখন কলেজে পড়ি
মায়ের কোলে নই ।

সবার আগে জাগি আমি
ভোরের ঘুম থেকে,
আদর খুঁজি সোনা দেহে
মায়ের আঁচল ঢেকে ।

রোজ কলেজে  পড়তে যাই
হাতে বই  নিয়ে,
লেখা পড়া রোজ শিখি
আমার ক্লাশে গিয়ে ।

বাবার মতই বড়ো হয়ে
গাড়ী ঘোড়া চড়বো,
দেশ ও বিদেশ ঘুরে ঘুরে
সবার সেবা করবো ।

বাবা আর মাকে আমিতো
অনেক ভালো বাসি,
জীবন দিয়ে রক্ষা করবো
তাঁদের মুখে হাসি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast