একুশ এলো
একুশ এলো প্রহর গোনে
আগুন রাঙা ফাগুন দিনে।
একুশ এলো বন রাঙাতে
নতুন দিনের শপথ নিতে।
একুশ শোকের মন্ত্র আমার
অত্যাচারীর মাথা তোলার।
অহংকারের একুশ আমার
মায়ের ভাষা বিশ্বজনার।
একুশ ছিল বাংলা ভাষার
একুশ এখন বিশ্বে সবার।
আমরা সেই বীরের জাতি
জয় করেছি বিশ্ব প্রীতি।
আগুন রাঙা ফাগুন দিনে।
একুশ এলো বন রাঙাতে
নতুন দিনের শপথ নিতে।
একুশ শোকের মন্ত্র আমার
অত্যাচারীর মাথা তোলার।
অহংকারের একুশ আমার
মায়ের ভাষা বিশ্বজনার।
একুশ ছিল বাংলা ভাষার
একুশ এখন বিশ্বে সবার।
আমরা সেই বীরের জাতি
জয় করেছি বিশ্ব প্রীতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ১১/০২/২০১৭চমৎকার
-
ফয়সাল রহমান ০৩/০২/২০১৭ভালো
-
রাবেয়া মৌসুমী ০৩/০২/২০১৭চমৎকার!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০২/২০১৭সুন্দর।
-
আনিসা নাসরীন ০২/০২/২০১৭সুন্দর