কি করি তোমায় নিয়ে
এ চোখে যাযাবরের নিরুদ্দেশ হওয়া মুক্তি ছিল
পাখির আকাশে উড়া স্বাধীনতা ছিল।
খর্ব দৃষ্টি আশ্রয়হীনের অনুতাপ এড়িয়ে গেছে,
সাঁঝে আকাশ জয় করা ক্লান্ত ডানা
ফিরে এসেছে মাটির নীড়ে।
যার পুরো দুনিয়া সে নিজের বলে চাইলো
শুধু "বাইতুল্লাহ"।
সংক্ষিপ্ত
বিঃদ্রঃ
আরো লেখা চাইলে সংগ্রহ করুন কবিতার বই দোষমুক্ত এবং আত্মতৃপ্তি।
পাখির আকাশে উড়া স্বাধীনতা ছিল।
খর্ব দৃষ্টি আশ্রয়হীনের অনুতাপ এড়িয়ে গেছে,
সাঁঝে আকাশ জয় করা ক্লান্ত ডানা
ফিরে এসেছে মাটির নীড়ে।
যার পুরো দুনিয়া সে নিজের বলে চাইলো
শুধু "বাইতুল্লাহ"।
সংক্ষিপ্ত
বিঃদ্রঃ
আরো লেখা চাইলে সংগ্রহ করুন কবিতার বই দোষমুক্ত এবং আত্মতৃপ্তি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৭/২০২৩বেশ চমৎকার লিখেছেন।
-
ফয়জুল মহী ১৭/০৭/২০২৩চমৎকার লিখেছেন
-
আব্দুর রহমান আনসারী ১৭/০৭/২০২৩খুব সুন্দর