আত্মতৃপ্তি-র আত্মপ্রকাশ
অবশেষে ১৫ই ফেব্রুয়ারী আত্মতৃপ্তি আত্মপ্রকাশ করল প্রাণের মেলায় । প্রকাশক মোস্তফা সেলিম ভাই যখন জানালেন আত্মতৃপ্তির আগমন বার্তা ছুটে গেলাম বই মেলায় । এক পলক দেখার কি আকুতি ! উৎস প্রকাশনীর চেনা পথ যেনো হারিয়ে ফেলেছি । স্টলের সামনে এসে খুঁজি সে কোথায় ? স্টলের লোকজন প্রকাশক বলে , কবি ভিতরে আসেন। আমার শুধু তাঁকে খোঁজার তাড়া । পাঠক হয়ে আগে তাকে দেখি পরে লেখক হওয়া যাবে ।
সেই স্পর্শের অনুভূতি শুধুমাত্র একজন লেখকই অনুভব করতে পারে ।
যারা কবিতা পড়তে ভালবাসেন তারা স্টলে গিয়ে দুএক পাতা পড়ে, ভালো লাগলে সংগ্রহ করতে পারেন ।
আত্মতৃপ্তি
রইস উদ্দিন খান
উৎস প্রকাশনী
প্যাভিলিয়ন ২২
সেই স্পর্শের অনুভূতি শুধুমাত্র একজন লেখকই অনুভব করতে পারে ।
যারা কবিতা পড়তে ভালবাসেন তারা স্টলে গিয়ে দুএক পাতা পড়ে, ভালো লাগলে সংগ্রহ করতে পারেন ।
আত্মতৃপ্তি
রইস উদ্দিন খান
উৎস প্রকাশনী
প্যাভিলিয়ন ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০২/২০১৯শুভকামনা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০২/২০১৯দারুণ