www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রহিম রহমান

যারা আসমানেতে প্রেম করে
জমিনে ঘুমায় ।
তাদেরও সঙ্গী করো
রহিম রহমান

যারা হিরার দামে,ধূলক কেনে
নত হয়ে হাসে
তাদেরই জাকির করো ,
রহিম রহমান ।
যারা পরেরে দেয়,অন্ন তুলে
নিজে অনাহারী
তাদেরই সামিল করো___
রহিম রহমান ।
আমায়, তাদেরই সামিল করো
রহিম রহমান ।

যারা আত্ম ভোলে পরের তরে
জিকিরে আহার
তুমি তাদেরই কদর করো
রহিম রহমান ।
যারা বিষয় ছেড়ে আশয় ধরে
জগৎ ভুলে কাল
জানি, হাশরে থাকবে তারা
পেয়েগো সম্মান ,
যারা আসমানেতে প্রেম করে
জমিনে ঘুমায় ।
তাদেরও সঙ্গী করো
রহিম রহমান ।

রচনাকাল : ১৮/০১/২০১৭ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ প্রার্থনা
  • Tanju H ২৯/০৯/২০১৭
    অসাধারন কবিতা।।শুভেচ্ছা রইল
  • আজাদ আলী ২৯/০৯/২০১৭
    Allah bless you
 
Quantcast