www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্দি মানুষ


দূর থেকে কিছু চোখ
শুধু দ্যাখে ।
দুচোখে প্রতিবাদ
হাত বাঁধা ।
শান্তির কারাগারে
বন্দি পাঠশালার মানুষ ।
অধিকার যদি
কেরে নিতে নাই পারিস ,
এক শিশি বিষ দেই
খেলে মুক্তি পাবি ।

আর স্বপাঠ্যে যারা চলে
তারা উশৃঙ্খল নামে ;
তোমাদের পৃষ্ঠায়
তারা পরাজিত হয়েছে ।
মেরুদন্ডের কাছে
কিছু বাঁধা যে থেকে যায় ।
পূর্বাভাস দিয়ে
ঝড়কে, কি বাধা যায় ।

বিস্ময় হতে পারিনি
তাই কন্ঠিত হয়ে যাই।
সময়ের আগে চলিনি
তাই ভবিষ্যতে মরে যাই ।
বাধা ভাঙতে পারি নি
তাই মুখের ভাষা হারাই ।

মোরা মেরুদন্ড হতে চেয়েছি
তাই মস্তিষ্ক ছাড়া দাড়াই ।
মোরা প্রদীপ হতে চেয়েছি
তাই ফুঁ দিলেই নিভে যাই ।
মোরা কাগজের তালিকায় নিজেদের খুঁজেছি
তাই সহজেই ঝরে যাই ।
দুচোখে প্রতিবাদ
হাত বাধা
শান্তির কারাগারে
বন্দি পাঠশালার মানুষ ।

রচনাকাল :31/8/2017
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রনি বিশ্বাস ১৪/১১/২০১৭
    চমৎকার লেখনি
  • সু ন্দ র।
 
Quantcast