www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাহি তারে দেখি


এমন কি কোন পথ নেই ,
যে পথে গেলে পাবো তার দেখা ।
কত পথ ঘুরি
কত মুখ দেখি
ও মানবীর মুখখানি কেন নাহি দেখি ?
আমি কি সুখে যে মাতি
তার কেশের মত কেশ দেখি
মুখোমুখি হয়ে ফেলি দীর্ঘশ্বাস
কী ভুলে যে ভ্রমি
কি আশাতে বাঁচি, ফেলি শুধু দীর্ঘশ্বাস ।

সে কি নাহি চলে পথে,
ধুলো মাখা ভিড়ে ।
সে কি যায় না কোন বাঁকে,
এই পথ ধরে ।
তবে কেনও তারে দেখি নাহি
     মুখের ভিড়ে ।
পথ বড় নিষ্ঠুর, আবেগহীন
কত পরিচিত মুখ, দেখি মাঝে মাঝে
সেজনারে একবারও
                     দেখিলাম না মোটে ।
একটি পূর্ন দিবা যদি পাইতাম তারে
জীবনের দায়ে ,
দেখেছিলাম প্রাণ ভরে
মিটিতো মোর জীবনও সন্ধান ।
আর কারো পানে নাহি চাইতাম
করিতাম প্রতিজ্ঞা___
তার হস্ত চুম্বন করি ।
দেখা দাও মোরে
কোন এক ভোরে
মিটাও মোর,
মনো বাসনা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোই বটে
  • খুব ভালো।
  • মুক্তপুরুষ ৩১/০৮/২০১৭
    অনবদ্য
  • ন্যান্সি দেওয়ান ৩১/০৮/২০১৭
    Sweet.
    • Thank you
 
Quantcast