www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জলের চলাচল



লাল পাল তোলা নৌকা ,
নদীর বিষ দাঁতের মত জলে ৷
উদাসী ভাদ্র কখনও কিছু চায় না
দেবার হাতও শূন্য ।
রাত কি কখনও ,
জোনাকীর কথা বলে, কাঁদে
নাকি অংশ হয়ে থাকে ।

বিষ বা বিষাক্ত ওই কথা
নজরের জলকে নির্গত করে ।
আমি আর ভাবনার মানব হবো না
সন্ধ্যার ধ্বংস খেলা খেলবো
অথবা ,সৃষ্টির অবহাবে
ঘুম-ঘুম চোখে চাইবো ৷
মাতাল হওয়ার,আমার আর প্রয়োজন নেই
কাজল পরা ওই দু'টি চোখই যথেষ্ট
আমায় পথে -পথে, ডুবানোর জন্য
এমন ডুব, যে
আমি কখনও ভাসতে চাই না ৷
এ ডুবে, দেহ শীতল হয় না
উষ্ণন হয় ৷
এ নদীর দুই জল ,গোপন ধারায় চলে
দম কড়ে রাখলে পরে,তিলে -তিলে কাঁপে ৷
বিশ্বাস নেই এর ছলনাতে
মত্ত আপন সুখে ;
ঠোঁট কামড়ে রাখা চুম্বন
নখের আচড় ৷
বৃত্তের মাঝে বৃত্তের ঘর্ষণ
ডুবের মধ্যে জলের চলাচল _ ৷

চলমান জল ,জলকে ধরে
দুই জল মিলেমিশে অন্যজল গড়ে
সময়ের তাড়নায় বিভাজিত হয়
নিরবে অন্ধকারে প্রকৃতি বেড়ে চলে ;
যারা জেনেছে, তারিফ করেছে
জীবনের সৃষ্টি, অমৃত ধন
অপেক্ষার ফল ।
ধৈর্যে -কানুনে বলবান হয়
অসময়ে চাইলে , পঙ্ক ক্ষয় ।
সুদিন আসলে , জল জীবনকে ডাকে
জল ভেঙ্গে জীবনের
আহ্ববান শোনে ৷

রচনাকাল : ১৫/০৭/২০১৭ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লেগেছে কবি।লেখনশৈলী দারুন।
  • বেশ!
  • Abdullah Al Mamun ২৯/০৭/২০১৭
    Sundor
 
Quantcast