www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সহজ-সরল


সেই  ছোট্ট  ছেলেটি
বড়  হয়ে গেছে ।
সে আর উড়ার স্বপ্ন দেখে না
বাঁধাধরা জীবনে ,ঘাম ছরায়  !
তার দুচোখে, এখন আর  বিস্ময় নেই
আজে শুধু ক্লান্তি আর ক্লান্তি
ছেলেটি আর প্রশ্ন করে না
চোখ নিচু করা শিখে  গেছে ,
ওই চোখে আর যাই থাকুক
অলীক  আশা থাকে না ,সৃষ্টি থাকে না ।

চোখ দু'টো এখন শিকারির
মত ওৎ পেতে  থাকে
শুধু লোভ আর লোভ
গ্রাস করার  লোভ
টেনে ছিড়ে খাওয়ার লোভ ।

সহজ -সরলই যদি না হবে
তবে মানুষ কেনও হলে ?
         জন্তু হতে !
চার পায়ে দৌড়াতে
শুধু  ভোগের জন্য বাঁচতে
তখন মানাতে l
হিংস্র সেতো পশু
ভয়,সেতো মানুষ  পশুকে পায়
মানুষ ,মানুষকে ভয় কেনও পাবে ?

ভালবাসবে ,
শ্রদ্ধায় মাথা নিচু করে দেবে
স্নহে চোখে জল এসে যাবে ।
নিষ্পাপ থাকতে হলে
অবুঝ হতে হবে
তাইতো  শিশু নিষ্পাপ
প্রকৃতি  নিষ্পাপ ।
হে মানুষ অবুঝ হও
ক্ষণস্থায়ী পৃথিবীকে
বুঝে কোন লোভ নেই
যেই পৃথিবীর,সৃষ্টি নেই থেকে
তার ভবিষ্যতও নেইয়ের দিকে ।

রচনাকাল :১০/০৫/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অর্ক রায়হান ২৫/০৬/২০১৭
    চমৎকার।
  • ভালো।
  • পরশ ২৪/০৬/২০১৭
    দারুন
  • খুব ভালো।
 
Quantcast