www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার আপন



চারিদিকে আমার আপন
আমি আপন জনের মাঝে
সবায় আমায় চেনে
আমি চিনি সবার তরে ৷
একটি ঘরে সবাই আপন ,
চিনি সবায় সবার তরে
তবে এতো দূরত্ব কেন ?
আমাদেরও মাঝে

জানি ,চন্দ্রবিন্দু সবার শেষে
তবুও লেখি মাঝে
আমার এই ভুলগুলোতে
হাসো সবায় মিলে
বুঝতে পেরে আবার কেন
চুপটি বসে থাকা ৷

চারিদিকে আমার আপন
আমি আপন জনের মাঝে
গানটি গাইছি এককা বসে !

পরিবারের পরিচিতি তুমি যখন বলো_
আপন পরিচিতি দিতে
ব্যস্ত তুমি থাকো
আজ ,পরিচিতি বলতে কেন ?
নিজের কথাই বুঝি
প্রশ্ন করবো না তোদের,
জবাব আমি জানি ৷

গানটি এখন বুঝবে না,
বুঝবে বড় হলে
তখন হয়তো থাকবো না
আমি তোদের পাশে l
আমার হিয়ায় অনেক ব্যথা
কানটি পেতে শুনিস ।
তবুও কেন তোদের আমি
বলতে পারি না _
তোদের ছাড়া এ পৃথিবী লাগে অচেনা ।

একার দুঃখে একাই কাঁদি
একাই বসে ভাবি __
মরণকালে কেউ যাবি না
থাকবি নাকো পাশে
আমার সকল ভুলগুলোকে
দেখিস " ক্ষমার চোখে " ।

রচনাকাল : ২০১০ ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আলম সারওয়ার ১০/০৬/২০১৭
    Excellent
  • Tanju H ১০/০৬/২০১৭
    অপূর্ব
  • আপন কিছুই নয়।
  • মোনালিসা ১০/০৬/২০১৭
    ভাললাগছে
  • সুন্দর।
  • অলি আহাদ ১০/০৬/২০১৭
    Sundor
 
Quantcast