চলে যাও
ভেঙ্গে যাও হৃদয়
আর কত ভালবাসবে ৷
ঝরে যাও ফুল
আর কত সুবাস দিবে
এই নির্মম পৃথিবীটাকে ?
ঝরে যাও ফুল ।
কালো মেঘে ঢেকে যাও
পূর্ণ শশি
জোছনা ফুড়ালেই ,ভুলবে তোমায়
আর কত দিবে তুমি
শূন্য খাতায়
কালো মেঘে ঢেকে যাও পূর্ণ শশি ৷
থেমে যাও স্রোত
হয়ে যাও মরু
আর কত তৃষ্ণা মেটাবে
স্বার্থপর প্রথিককে ।
ফেটে যাও আয়না
যত সখের গয়না
আর কত সাজাবে !
কুৎসিত ওই মানুষটাকে ।
চলে যাও স্বপ্ন
মায়াহীন এই জগৎ ছেড়ে
আর কত বাঁচাবে ?
নোংরা সেই দৃষ্টিকে ।
ভেঙ্গে যাও হৃদয়
আর কত ভালবাসবে
নির্দয় এই পৃথিবীকে ।
রচনাকাল:o৫/o৪/২o১৭ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৬/২০১৭খুব ভালো।
-
Tanju H ০২/০৬/২০১৭চমৎকার
-
কাজী জুবেরী মোস্তাক ০২/০৬/২০১৭ভালো লাগলো
-
পরশ ০২/০৬/২০১৭