এসো নব
এসো নব - এসো নব
আমার আলোর ঘরে ,প্রদীপ জ্বালো
আমার আছে কৃষ্ণচূড়া
ফুলে -ফুলে লাল ।
আছে রাতের রানী __
রজনী গন্ধে মম্ ।
আমার আছে __
হেমন্ত হায়, বসন্ত করো ।
তুমি হলে পূর্ব রবি
আমার পশ্চিম এলো বুজি
তবু ,ভয় কেনও পাই
অযথাতে !
তোমার হাতে সুরক্ষা সে
এইতো জানি
এইতো বলি ।
এসো নব - এসো নব
আমার আমন্ত্রন তোমাকে
গ্রহনও কর ।
পুষ্পেতে গো হৃদয় দিলাম
বরনেতে শ্রদ্ধা নিলাম
হবো -হবো সহচরি
হবো সহযোগী
এসো নব - এসো নব l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৫/২০১৭ভালো।
-
আলম সারওয়ার ১৫/০৫/২০১৭দারুন হয়েছে
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ১৫/০৫/২০১৭সুন্দর হয়েছে!
-
আব্দুল হক ১৫/০৫/২০১৭বেশ সুন্দর লিখেছেন; ধন্যবাদ!!