www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওযে নিরপরাধ


ওযে কি যাদু জানে ?
আপোষেই মারে
তবুও সে ; নিরপরাধ ।
ওযে কি চোখে মাখে ?
হাজারও চোখে , সেই রং
পাওয়া যায় না ।
আহা, কি মধু বলে ___
গোলাপ ঠোঁটে
ভোমর লোভে মরে ।
তার খোপার ফুলে ,
ঘুম নিলো কেড়ে
কাঁচের , চুরি নাচে ।
তার কি আঁচল দোলে
নাকি মন বলে ,
তারে বড় ভালবাসে ৷
ও তারে পাইলে গো কাছে
নয়নই জানে ,
কি স্বাদ পায় , সে ক্ষনে ৷
ও সে হৃদ নিলো কেড়ে
শ্বাস দিলো রেখে
এ বাঁচার , কি মানে আছে !

রচনাকাল: ২৫/o৮/২০১৬ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো। তবে অনেক বানান ভুল আছে।
  • ভালো হয়েছে।
 
Quantcast