জীর্ণশীর্ণ
মিথ্যের তারা জ্বলে
আকাশে __
সত্যের পরাজয় ,
প্রতিটি পথে হয় I
কান্না নারে – না
হাসির উপেক্ষা
জোছনায় আজও ,প্রেমের অপেক্ষা ?
জীর্ণশীর্ণ স্বপ্ন আঁধারে
তুমি কার চোখে
আসবে বলো ___ ।
ছেড়ে গেলো কিছু তরুণ্যের ট্রেন
ছেড়া পাতায় কবিতার লাইন ।
কান্না নারে – না
হাসির উপেক্ষা
জোছনায় আজও ,প্রেমের অপেক্ষা ?
মিথ্যের তারা জ্বলে
আকাশে __
সত্যের পরাজয় ,
প্রতিটি পথে হয় I
গীতিকাব্য : ২৬ /o২/২০১৭ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৪/২০১৭বেশ!
-
শাহারিয়ার ইমন ১৭/০৪/২০১৭ভালই লাগল
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৭/০৪/২০১৭হুম।।বেশ ।।।কবি কে শুভেচ্ছা
-
এস এম আলমগীর হোসেন ১৭/০৪/২০১৭ভাল
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৪/২০১৭অসারধরণ!